সংসদে যাওয়ার কোনো সিদ্ধান্ত আমরা নেইনি: নজরুল

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-27 02:46:14

বিএনপির নির্বাচিতদের সংসদে যাওয়ার কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এ বিষয়ে বিভ্রান্তি ছাড়ানো হচ্ছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

শনিবার (২০ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের সামনে ‘গণতন্ত্রের মা, দেশমাতা বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি চাই’ শীর্ষক মানববন্ধনে তিনি এ দাবি করেন। ২০ দলীয় জোটের শরিক বাংলাদেশ জাতীয় দল মানববন্ধনটির আয়োজন করে ।

প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম খান বলেন, ‘আমরা খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি চাই। আমরা সংসদে যাওয়ার কোনো সিদ্ধান্ত নেইনি। এ নিয়ে বিভ্রান্তি তৈরির চেষ্টা হচ্ছে। দলের সিদ্ধান্ত মানতে আমাদের দলের এমপিরাও রাজি। খালেদা জিয়ার মুক্তি তার প্রাপ্য। আজকে সম্পূর্ণ ভিত্তিহীন মিথ্যা মামলা দিয়ে তাকে কারাগারে বন্দী রাখা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘হাজার হাজার মামলা প্রত্যাহার করা হয়েছে। খুনের আসামিকে মাফ করে দেওয়া হয়েছে। দুর্নীতির মামলায় নাজমুল হুদা জামিন পেলেন আর খালেদা জিয়াকে কারাবন্দী রাখা হলো।’

সরকারের প্রতি হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘খালেদা জিয়ার মুক্তির জন্য সারাদেশে শিগগিরই নতুন আন্দোলন ছড়িয়ে পড়বে। আর সেই আন্দোলনের জনস্রোত স্বৈরাচারী সরকার ঠেকাতে পারবে না।’

সৈয়দ এহসানুল হুদার সভাপতিত্বে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন- বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য হাবিবুর রহমান হাবিব, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর