ডাস্টবিন থেকে ১২০ স্বর্ণের বার উদ্ধার

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-30 21:27:40

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ডাস্টবিন থেকে ১২০টি (১৪ কেজি) স্বর্ণের বার উদ্ধার করছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। যার আনুমানিক বাজার মূল্য ৭ কোটি টাকা।

শনিবার (২০ এপ্রিল) বিমানবন্দরের ২৫ ও ২৬ নম্বর 'হে' অঞ্চলের মাঝামাঝি একটি ডাস্টবিন থেকে এসব স্বর্ণের বার উদ্ধার করা হয়। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মো. শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দারা জানতে পারে চোরাচালানের উদ্দেশ্যে এয়ারপোর্টের ‘হে’ অঞ্চলের ডাস্টবিনে সোনার বার রাখা হয়েছে। পরে এয়ারপোর্টের কাস্টমস গোয়েন্দাদের একটি দল উক্ত এলাকায় ব্যাপক তল্লাশি করে ২৫ ও ২৬ নম্বর 'হে' অঞ্চলের মাঝামাঝি একটি ডাস্টবিন থেকে পরিত্যক্ত অবস্থায় কালো স্কচ টেপে মোড়ানো ছয়টি প্যাকেট উদ্ধার করে।’

তিনি আরও বলেন, ‘পরবর্তীতে কাস্টমস এরাইভাল পয়েন্টে উদ্ধারকৃত প্যাকেটগুলো এনে সকল সংস্থার সদস্যদের উপস্থিতিতে খুলে ১২০ টি স্বর্ণের বার পাওয়া যায়। যার মোট ওজন ১৪ কেজি এবং আনুমানিক বাজার মূল্য ৭ কোটি টাকা।’

এই চোরাচালানের সঙ্গে সংশ্লিষ্ট অপরাধীদের খুঁজে বের করতে কাস্টমস গোয়েন্দা কর্তৃক অধিকতর তদন্ত করবে বলেও জানান তিনি।

এ সম্পর্কিত আরও খবর