বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘দেশে অস্বাভাবিক অবস্থা বিরাজ করছে। এ অবস্থা থেকে বের হয়ে আসতে খালেদা জিয়াকে মুক্ত করতে হবে এবং তার নেতৃত্বে গণ-আন্দোলন সৃষ্টি করতে হবে। তাই সকলকে আহ্বান করছি গণ-আন্দোলনের প্রস্তুতি নেওয়ার জন্য।’
সোমবার (২২ এপ্রিল) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সকল মামলা প্রত্যাহারের দাবিতে এ কর্মসূচির আয়োজন করে স্বাধীনতা ফোরাম।
প্রধান অতিথির বক্তব্যে ড. মোশাররফ বলেন, ‘বর্তমান দেশের জনগণ নিজেদেরকে কোনোভাবেই নিরাপদ মনে করে না। কিছুদিন আগে আমাদের এক ছোট বোনকে নৃশংসভাবে হত্যা করেছে। এই অবস্থা থেকে বেরিয়ে আসতে হলে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। আর গণতন্ত্র ফেরাতে খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। তিনি ছাড়া দেশে পুনরায় গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না।’
সরকারের সমালোচনা করে সাবেক এই মন্ত্রী বলেন, ‘বর্তমান অবৈধ সরকার খালেদা জিয়া ও তার দল বিএনপিকে ভয় পায়। এ জন্যই খালেদা জিয়া আজ কারাগারে। তার কোন দোষ ছিল না। এখনো দোষ নেই। দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বলেই তাকে আটক রাখা হয়েছে। তিনি সবচেয়ে জনপ্রিয় এটাই তার দোষ। গণতন্ত্র ফিরিয়ে আনার লড়াই করাই তার দোষ। এ জন্যই অবৈধ সরকার রাজনীতির রোষানলে তাকে আটক করে রেখেছে।’
আয়োজক সংগঠনের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহর সভাপতিত্বে কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন- বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য হাবিবুর রহমান হাবিব, যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুঁদা, কৃষকদলের আহ্বায়ক কমিটির সদস্য মিয়া মো. আনোয়ার প্রমুখ।