চট্টগ্রাম: চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ২৬নং অর্থোপেডিক ওয়ার্ডে সিলিং ফ্যান নষ্ট হয়ে গেছে। এতে অত্যধিক গরমে চরম দুর্ভোগে পড়েছেন রোগী ও তাদের স্বজনরা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, অর্থোপেডিক ও ট্রমাটলজি ওয়ার্ডের ১৬টি সিলিং ফ্যানের মধ্যে চারটি নষ্ট। এই ফ্যানগুলোর নিচে ২০ জন রোগী আছেন। প্রচণ্ড গরমে তাদের কাহিল অবস্থা।
অর্থোপেডিক ওয়ার্ডের রোগী এম এস আকাশ বার্তা২৪.কমকে বলেন, রোগের যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছি। এখন উল্টো গরমের যন্ত্রণায় ভুগছি।
এক রোগীর স্বজন ফাতেমা বেগম বলেন, আমার ১৫ বছরের ছেলে গাছ থেকে পড়ে পা ভেঙ্গেছে। তাই এখানে ভর্তি আছি। ছেলের সাথে আমাকেও গরমের মরণ-যন্ত্রণা ভোগ করতে হচ্ছে।
চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মহসিন উদ্দিন আহমেদ বার্তা২৪.কমকে বলেন, অনেক ওয়ার্ডে সিলিং ফ্যান নষ্ট। নষ্ট ফ্যানগুলো সরিয়ে নতুন ফ্যান লাগানোর ব্যবস্থা করব।