এমডির জন্য ওয়াসার 'সুপেয় পানির' শরবত এনেছেন জুরাইনবাসী

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা২৪.কম | 2023-08-30 18:21:49

ওয়াসার 'সুপেয় পানি' দিয়ে বানানো শরবত ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খানকে পান করানোর জন্য নিয়ে এসেছেন জুরাইনের বাসিন্দা মিজানুর রহমান। এর আগে গত ২০ এপ্রিল ওয়াসার পানি শতভাগ সুপেয় বলে দাবি করেছেন এ এমডি। 

মঙ্গলবার (২৩ এপ্রিল) সকাল ১১টায় রাজধানীর প্রাণকেন্দ্র কারওয়ান বাজারে সংস্থাটির প্রধান কার্যালয় ওয়াসা ভবনের সামনে এক প্রতিবাদ কর্মসূচিতে শরবত হাতে তিনি দাঁড়িয়ে থাকেন। এ সময় একজনকে লেবু হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

মিজানুর রহমান বলেন, ‘আমাদের এলাকার পানি খুবই খারাপ, দুর্গন্ধ ও ড্রেনের পানির মতো। এমন অবস্থায় তিনি কিভাবে বলেন, ওয়াসার পানি শতভাগ সুপেয় তাই আজ ওনাকে এই পানি খাইয়ে এখান থেকে যাব।'

এর আগে টিআইবি থেকে প্রকাশিত গবেষণা প্রতিবেদন প্রত্যাখ্যান করেন ওয়াসার এমডি তাকসিম এ খান।

গত শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে তিনি বলেন, ‘ওয়াসার পানি শতভাগ সুপেয়। টিআইবি যে পদ্ধতিতে এ গবেষণা করেছে সেটি একপেশে ও উদ্দেশ্যমূলক। এটি পেশাদারি গবেষণা হয়নি। ৩৩২ কোটি টাকার অপচয়ের বিষয়ে টিআইবির গবেষণা অনুমান নির্ভর ও বাস্তবতা বিবর্জিত। ঢাকা ওয়াসার সরবরাহ করা পানি উৎস থেকে গ্রাহকের জলাধার পর্যন্ত পানি সম্পূর্ণ শতভাগ বিশুদ্ধ ও নিরাপদ।

এ সম্পর্কিত আরও খবর