মানবপাচারকারী চক্রের সদস্যসহ গ্রেফতার ১৪

ময়মনসিংহ, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, ময়মনসিংহ, বার্তা২৪.কম | 2023-08-26 18:44:39

ময়মনসিংহে পৃথক অভিযান চালিয়ে মানবপাচারকারী চক্রের দুই সদস্যসহ ১৪ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (২৩ এপ্রিল) বিকেলে ডিবি কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, ময়মনসিংহের ত্রিশাল থানায় মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে দায়েরকৃত মামলার আসামি জাহিদ মিয়া (৩২) ও তার স্ত্রী রহিমা আক্তারকে (২৬) সোমবার (২২ এপ্রিল) ফরিদপুর জেলা থেকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ সিম উদ্ধার করা হয়।

এছাড়াও মাদক বিরোধী অভিযান চালিয়ে শহরের টাউন হল মোড়, পাটগুদাম ব্রিজ মোড়, নান্দাইল উপজেলার মুশুল্লী ও ফুলবাড়িয়ার কান্দানিয়া এলাকা থেকে আল আমীন (২৬), আরবী মিয়া (২৫), মো. নাজমুল কবির (২৫), জালাল (৫০), টুটুল মিয়া (২২), জামাল মিয়া (২০), আবু সাহেদ (২৭), শাহিন মিয়া (২৮), স্বপন মিয়া (২০), মরিয়ম বেগম (৫০), সাইফুল ইসলাম (২২) ও সেলিমকে (২৫) গ্রেফতার করে ডিবি পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৮১৪ পিস ইয়াবা ট্যাবলেট ও ৭৮ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। তারা সবাই মাদক ব্যবসায়ী।

এ সম্পর্কিত আরও খবর