চট্টগ্রামে পরিবহন ধর্মঘটের ডাক

চট্টগ্রাম, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম বার্তা২৪.কম। | 2023-08-25 23:04:01

গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিচয়ে এক বাসচালককে মারধরের অভিযোগ তুলে ২৪ ঘণ্টার পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। ধর্মঘটের ফলে দক্ষিণ চট্টগ্রামের ১৯টি রুট এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পরিবহন চলাচল বন্ধ থাকবে।

মঙ্গলবার (২৩ এপ্রিল) নগরীর স্টেশন রোড এলাকায় সংগঠনটির কার্যালয়ে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম শাখার সভাপতি মো. মুছা বার্তা২৪.কমকে ধর্মঘটের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুই ঘণ্টার বৈঠক শেষে সংগঠনের পক্ষ থেকে বুধবার (২৪ এপ্রিল) সন্ধ্যা ছয়টা থেকে বৃহস্পতিবার (২৫ এপ্রিল) ছয়টা পর্যন্ত পরিবহন ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা চাই ঘটনার  সঙ্গে সম্পৃক্ত গোয়েন্দা পুলিশের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। অন্যথায় আমরা কঠোর কর্মসূচি দেব।

পরিবহন শ্রমিকরা জানায়, সোমবার (২২এপ্রিল) রাত সাড়ে ১১ টায় পটিয়া উপজেলার শান্তিরহাট এলাকায় শ্যামলী পরিবহনের এক চালককে নির্যাতন করা হয়। পরে তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এর প্রতিবাদ জানিয়ে বৈঠকে বসেন সংগঠনের নেতারা।

শ্যামলী পরিবহনের ওই সুপারভাইজার মো. আজিম বার্তা২৪.কমকে বলেন, রাতে ডিবি পুলিশের বেশ কয়েকজন সদস্য বাস তল্লাশির সময় চালককে নামিয়ে মারধর করে। তখন চালককে বাসের কোথায় ইয়াবা লুকিয়ে রাখা হয়েছে জিজ্ঞেস করে। জবাবে ইয়াবা নাই বলায় তাকে বেধড়ক মারধর করা হয়। আমরা ঘটনার সুষ্ঠু সমাধান চাই।

 

এ সম্পর্কিত আরও খবর