এনজিওগুলোর ওপর ক্ষুব্ধ রানা প্লাজার ক্ষতিগ্রস্তরা

ঢাকা, জাতীয়

ঊর্মি মাহবুব, সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-09-01 23:36:01

শ্রমিকদের আবেগ-অনুভূতিকে পুঁজি করে ব্যবসা করায় কয়েকটি এনজিওর ওপর ভীষণ ক্ষুব্ধ রানা প্লাজা ট্র্যাজেডিতে ক্ষতিগ্রস্তরা। তাদের অভিযোগ, বিদেশ থেকে সাহায্য এনে তাদের না দিয়ে কয়েকটি এনজিও বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা প্রচারণা চালিয়েছে।

প্রসঙ্গত, ২০১৩ সালের ২৪ এপ্রিল রানা প্লজা ধসে নিহত হন এক হাজার ১৩৬ জন পোশাক শ্রমিক। আহত হন আরও দুই হাজারেরও বেশি শ্রমিক। আহত শ্রমিকদের মধ্যে এখনও ৫১ শতাংশ শ্রমিক কাজে ফিরতে পারেন নি বলে জানিয়েছে অ্যাকশন এইড বাংলাদেশ। আর এসব অসুস্থ শ্রমিকদের অসহায়ত্বকে পুঁজি করে কয়েকটি অসাধু এনজিও ব্যবসা করেছে বলে অভিযোগ সাভার রানা প্লাজা সার্ভাভাইভার অ্যাসোসিয়েশন।

এ বিষয়ে রানা প্লাজায় আহত শ্রমিক রীমা বার্তা২৪.কমকে বলেন, ‘একবার একটি এনজিও আমাকে পাঁচ কেজি চাল দিয়েছিল। পরে তারা আমার ছবি দিয়ে ফেসবুকে ২৫ কেজি চাল দেওয়ার প্রচারণা চালায়। এছাড়াও অনেকে এক হাজার টাকা দিয়ে ফেসবুকে লিখেছে পাঁচ হাজার টাকা দিয়েছে। বিভিন্ন সময় বিভিন্ন এনজিও থেকে এসে আমাদের সঙ্গে এ ধরণের প্রতারণা করেছে। এমনিতেই আমরা বিপর্যস্ত অবস্থায় আছি। তার ওপর আমাদের নিয়ে এ ধরণের প্রতারণা চালালে কষ্ট লাগে।’

সাভার রানা প্লাজা সার্ভাভাইভার অ্যাসোসিয়েশনের সভাপতি মাহমুদুল হাসান হৃদয় বার্তা২৪.কমকে বলেন, ‘রানা প্লাজায় আহত শ্রমিকদের একত্র না হতে এনজিওগুলো নানা ধরনের অপকৌশল চালিয়েছে। তারা বিদেশি সহায়তা নিয়ে এসেছে ঠিকই কিন্তু সেসব অর্থ ভুক্তভোগীদের দেয়নি। কাউকে কাউকে একটি গরু দিয়ে গ্রামে পাঠিয়ে দিলেও কিছুদিন পর ওই গরু মারা যায়। রানা প্লাজায় আহতদের ভিডিও ও ছবি তুলে নিয়ে তারা বিদেশে বিক্রি করেছে। এনজিওগুলো রীতিমতো ক্ষতিগ্রস্তদের নিয়ে ব্যবসা করেছে। এছাড়া অনেক শ্রমিক সংগঠনের নেতা রাতারাতি আঙুল ফুলে কলা গাছ হয়েছে।’

তবে এসব অভিযোগ মিথ্যা বলে দাবি করে শ্রমিক সংগঠন আওয়াজ ফাউন্ডেশনের পরিচালক ও শ্রমিক নেত্রী নাজমা আক্তার বার্তা২৪.কমকে বলেন, ‘রানা প্লাজার শ্রমিকদের নিয়ে কেউ ব্যবসা করেছে বলে আমার জানা নেই। কেউ যদি দুর্নীতি করেও থাকে তাহলে সরকারের এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া উচিত।’

এ সম্পর্কিত আরও খবর