সাত কলেজের শিক্ষার্থীদের ফের সড়ক অবরোধ 

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা২৪.কম | 2023-08-27 19:57:35

দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা।  সেশনজট,  ত্রুটিপূর্ণ ফলাফল এবং ফল প্রকাশে দীর্ঘসূত্রিতা নিরসনসহ পাচ দফা দাবিতে তারা নীলক্ষেত সড়ক মোড়ে অবস্থান নিয়েছেন। একই দাবিতে মঙ্গলবারও তারা সড়ক অবরোধ করেন।

বুধবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ১১ টার পর থেকে দ্বিতীয় দিনের মতো তারা আবার নীলক্ষেত মোড়ে সড়ক অবরোধ করে অবস্থান নেয়।

এ সময় শিক্ষার্থীরা ৫ দফা দাবি তুলে ধরেন। তাদের ৫ দফা দাবিগুলো হলো, পরীক্ষা শেষ হওয়ার ৯০ দিনের মধ্যে ত্রুটিমুক্ত ফলাফল প্রকাশসহ একটি বর্ষের সকল বিভাগের ফলাফল একত্রে প্রকাশ করতে হবে।

ডিগ্রি, অনার্স, মাস্টার্স সকল বর্ষের ফলাফল গণহারে অকৃতকার্য হওয়ার কারণ প্রকাশসহ খাতার পুনঃমূল্যায়ন করতে হবে। সাত কলেজ পরিচালনার জন্য স্বতন্ত্র প্রশাসনিক ভবন, প্রতিমাসে প্রত্যেকটা ডিপার্টমেন্টে প্রতি কলেজে দুইদিন করে মোট ১৪ দিন ঢাবির শিক্ষকদের ক্লাস নিতে হবে। সেশনজট নিরসনের লক্ষ্যে একাডেমিক ক্যালেন্ডার প্রকাশসহ ক্রাশ প্রোগ্রামের চালুর দাবি জানান সাত কলেজের শিক্ষার্থীরা।

এদিকে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচির ফলে মিরপুর নিউমার্কেট রোডে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন এ পথের যাত্রীরা।  

 

 

এ সম্পর্কিত আরও খবর