শেখ সেলিমের নাতির মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব গ্রহণ

জেলা, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-19 21:38:39

একাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের শুরুতে শোক প্রস্তাব উত্থাপন ও গ্রহণ করা হয়েছে।

সম্প্রতি শ্রীলঙ্কায় গির্জা ও হোটেলে সিরিজ বোমা হামলা, ঢাকার বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডে, নিউজল্যান্ডের ক্রাইষ্টচার্চে দুটি মসজিদে সন্ত্রাসী হামলা, ইথিওপিয়ায় বিমান বিধ্বস্তে নিহত এবং শ্রীলংকায় নিহত শেখ ফজলুল করিম সেলিমের নাতি জায়ান চৌধুরীর নামে সংসদে শোক প্রস্তাব গ্রহণ করা হয়।

বুধবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনের শুরুতে শোক প্রস্তাব উত্থাপন ও গ্রহণ করা হয়।

এছাড়া অভিনেতা টেলি সামাদ, প্রধানমন্ত্রীর ফুফু হামিদা খানম বানু, পিআইবি’র মহাপরিচালক শাহ আলমগীর, কবি আল মাহমুদ, সঙ্গীত শিল্পী শাহনাজ রহমতুল্লাহ, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিমের বাবাসহ প্রয়াত কয়েক জনের নামে শোক প্রস্তাব আনা ও  গ্রহণ করা হয়।

এ সম্পর্কিত আরও খবর