আপেলের কেজি ১৩, আদা ৯ টাকা

, জাতীয়

সেন্ট্রাল ডেস্ক ২ | 2023-08-25 00:52:28

চট্টগ্রাম বন্দরের সংরক্ষিত এলাকায় অবস্থিত কাস্টমস নিলামকেন্দ্রে আপেল ও আদা বিক্রির জন্য ডাকা নিলামে প্রতি কেজি আপেলের দাম উঠেছে মাত্র ১৩ টাকা ৩৩ পয়সা। আর আদার অবস্থা আরো খারাপ। পণ্যটির সর্বোচ্চ দাম হাঁকা হয়েছে মাত্র ৯ টাকা। এ অবস্থায় পণ্য দু’টি বিক্রি স্থগিত করে কাস্টমস। গত সোমবার চট্টগ্রাম বন্দরের সংরক্ষিত এলাকায় অবস্থিত কাস্টমস নিলামকেন্দ্রে প্রকাশ্যে এ নিলাম অনুষ্ঠিত হয়। নিলামে ৪৫ জন ব্যবসায়ী অংশ নিলেও দর হাঁকিয়েছেন মাত্র ৮ জন। তবে দাম অস্বাভাবিক কম হওয়ায় বিক্রির অনুমোদন দেয়নি কাস্টমস কর্তৃপক্ষ। নিলামে ওঠা আপেল ও আদাভর্তি ওই চারটি কনটেইনার গত অক্টোবরে আমদানি করেছিল চারটি প্রতিষ্ঠান। কনটেইনারের মধ্যে একটিতে ২৩ হাজার কেজি আপেল ছিল এবং বাকি তিন কনটেইনারে ২৩ হাজার কেজি করে মোট ৬৯ হাজার কেজি আদা ছিল। কাস্টমস কর্তৃপক্ষ আপেল বিক্রির জন্য ২০ লাখ টাকা সংরক্ষিত মূল্য নির্ধারণ করেছিল। তবে দর ওঠেছে মাত্র ৩ লাখ ২০ হাজার টাকা। এছাড়া কনটেইনারভেদে আদার সংরক্ষিত মূল্য ছিল ১৫ লাখ ২০ হাজার থেকে ২০ লাখ ৩০ হাজার টাকা। এর মধ্যে কনটেইনারভেদে সর্বোচ্চ দর পড়েছে ১ লাখ ৮০ থেকে ২ লাখ ৪০ হাজার টাকা। যা আদার গড় দাম পড়েছে কেজিপ্রতি প্রায় ৯ টাকা। কাস্টমস কর্তৃপক্ষ সূত্র জানায়, নিলামে ওঠা এত কম দামে এসব পণ্য বিক্রি করা হবে কি না, সে বিষয় নিলাম কমিটি সিদ্ধান্ত নেবে। নিলাম কমিটি এ দামে বিক্রির অনুমোদন না দিলে পুরনায় নিলাম অনুষ্ঠিত হবে।

এ সম্পর্কিত আরও খবর