জামিনে মুক্তি পেয়েছেন গয়েশ্বর

, জাতীয়

সেন্ট্রাল ডেস্ক ৪ | 2023-08-13 07:35:11

দুই মাস কারাগারে থাকার পর জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি ছাড়া পান বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ। তিনি বলেন, “হাই কোর্টের জামিন নিয়ে বাবু গয়েশ্বর চন্দ্র রায় ৭টা ২০ মিনিটে মুক্তি পান।” কারাফটকে গয়েশ্বরকে নিতে উপস্থিত ছিলেন তার পুত্রবধূ ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নিপুন রায় চৌধুরীসহ নেতা-কর্মীরা। গত ৩০ জানুয়ারি রাতে গুলশানের পুলিশ প্লাজার কাছ থেকে গোয়েন্দা পুলিশ গয়েশ্বর রায়কে আটক করে। জিয়া এতিমখানা ট্রাস্ট মামলা ৮ ফেব্রুয়ারি রায় ঘোষণার আগে পুলিশের ধরপাকড়ের প্রথমেই গ্রেপ্তার হন তিনি। খালেদা জিয়ার বিরুদ্ধে মামলায় রায়ের তারিখ নির্ধারণের পর দলের নেতা-কর্মীদের রাজপথে সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছিলেন গয়েশ্বর। খালেদা জিয়ার সাজার রায় হলে সরকার পতনের আন্দোলনের হুমকিও দিয়েছিলেন বিএনপির এই নেতা। আটকের পর পুলিশের সঙ্গে সংঘর্ষের মামলায় গয়েশ্বরকে গ্রেপ্তার দেখানো হয়।

এ সম্পর্কিত আরও খবর