জাফর ইকবাল হত্যা চেষ্টার মামলায় সাক্ষ্য দিলেন বিচারক

, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, সিলেট, বার্তা২৪.কম | 2023-08-24 21:45:27

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালযয়ের (শাপ্রবি) অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল হত্যা চেষ্টা মামলায় সাক্ষ্য দিয়েছেন আসামিদের জবানবন্দি গ্রহণকারী সিলেট মহানগর হাকিম হরিদাস কুমার।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে সিলেটের অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মমিনুন নেসার আদালতে সাক্ষ্য দেন হরিদাস কুমার। তিনি ঐ মামলায় ছয় আসামির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেছিলেন। এ নিয়ে ৫৬ জন সাক্ষীর মধ্যে দুই জনের সাক্ষ্য নেওয়া হলো।

আদালত সূত্র জানায়, গত ২১ মার্চ মামলার বাদী শাহজালাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেনের সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে শুরু হয় এ মামলার সাক্ষ্যগ্রহণ। আগামী ২১ মে মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ঠিক করেছেন আদালত। এ সময় আদালতে মামলার প্রধান অভিযুক্ত ফয়জুল হাসান সহ ছয় আসামি উপস্থিত ছিলেন।

গত বছরের ৪ অক্টোবর মামলার অভিযোগ গঠনের মাধ্যমে মামলার বিচারকাজ শুরু হয়। এর আগে একই বছরের ২৬ জুলাই ছয় জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা জালালাবাদ থানার ওসি শফিকুল ইসলাম।

উল্লেখ্য, ২০১৮ সালের ৩ মার্চ বিকেলে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মুক্তমঞ্চে এক অনুষ্ঠানে ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলা চালান সাবেক মাদরাসাছাত্র ফয়জুল হাসান।

এই ঘটনায় শাহজালাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন বাদী হয়ে ঐ দিন রাতেই সন্ত্রাসবিরোধী আইনে জালালাবাদ থানায় একটি মামলা দায়ের করেন।

এ সম্পর্কিত আরও খবর