দিয়াজ হত্যা : চবি শিক্ষক কারাগারে, প্রতিবাদে বিক্ষোভ

, জাতীয়

সেন্ট্রাল ডেস্ক ২ | 2023-08-26 10:26:07

দিয়াজ ইরফান চৌধুরী হত্যা মামলার অন্যতম আসামি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক সহকারী প্রক্টর আনোয়ার হোসেন চৌধুরীকে কারাগারে পাঠানোর প্রতিবাদে ক্যাম্পাসে অবরোধ করে বিক্ষোভ করেছে চবি ছাত্রলীগের সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি আলমগীর টিপু ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনের অনুসারীরা। সোমবার দুপুর ১২টার থেকে বিকাল ৫টা পর্যন্ত ছাত্রলীগ নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে জড়ো হয়ে প্রধান ফটকে তালা দিয়ে এই বিক্ষোভ কর্মসূচি পালন করে। জিরো পয়েন্টে অবস্থানকালে চবি শিক্ষক আনোয়ার হোসেন চৌধুরীর গ্রেফতারের প্রতিবাদ ও মুক্তির দাবিতে স্লোগানে দিতে থাকেন তারা। এ সময় তারা সেখানে অবস্থান করা রিকশা, সিএনজি ট্যাক্সিসহ সকল যানবাহন চলাচল বন্ধ করে দেয়। এতে বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেট থেকে জিরো পয়েন্ট পর্যন্ত সকল যানবাহন চলাচল বন্ধ যায়। এছাড়া ক্যাম্পাস থেকে শহর অভিমুভি দুপুর দেড়টার ট্রেনটির হুইসপাইপ কেটে দেয়ায় ট্রেন চলাচলও বন্ধ হয়ে যায়। ফলে ভোগান্তিতে পড়ে ক্যাম্পাস থেকে শহর অভিমুখী শিক্ষক- শিক্ষার্থীরা। পরে বিকাল পাচঁটার দিকে সাধারণ শিক্ষার্থীদের কথা বিবেচনা করে বিক্ষোভ কর্মসূচি তুলে নেয়ায় শাটল ট্রেন ও যানবাহন চলাচল স্বাভাবিক হয়। চবি ছাত্রলীগের সদ্যবিলুপ্ত কমিটির সভাপতি আলমগীর টিপু বলেন, ‘শিক্ষক আনোয়ার হোসেন চেীধুরীকে কারাগারে প্রেরণ করার প্রতিবাদে শিক্ষকের শুভাকাঙ্খিরা এই অবরোধ করছে। প্রসঙ্গত, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা ও কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক দিয়াজ ইরফান চৌধুরী হত্যা মামলার আসামি বিশ্ববিদ্যালয়ের সাবেক সহকারী প্রক্টর আনোয়ার হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। উচ্চ আদালতের ২২ সপ্তাহের জামিন শেষে সোমবার তিনি চট্টগ্রামের মুখ্য মহানগর হাকিম মুন্সী মশিয়ার রহমানের আদালতে অত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে জামিন নামঞ্জুর করে আনোয়ার হোসেনকে কারাগারে পাঠায় আদালত। গত বছরের ২০ নভেম্বর নিজ বাসায় ফ্যানের সাথে ঝুলানো অবস্থায় দিয়াজের মরদহে পাওয়া যায়। পরে তার পরিবারের পক্ষ থেকে প্রক্টর আনোয়ার হোসেন, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপুসহ ১০ জনকে আসামি করে মামলা করেন দিয়াজের বোন এডভোকেট জুবাইদা ছরওয়ার চৌধুরী নিপা।

এ সম্পর্কিত আরও খবর