বাঙালি, বৈশাখ ও বঙ্গবন্ধু ঐক্যবদ্ধ হওয়ার চেতনা: রেলমন্ত্রী

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট বার্তা২৪.কম | 2023-08-22 18:25:51

রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, ‘বাঙালি, বৈশাখ ও বঙ্গবন্ধু একটা আরেকটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। আর এগুলো আমাদের মুক্তিযুদ্ধের চেতনা, আমাদের ঐক্যবদ্ধ হওয়ার চেতনা।’

শনিবার (২৭ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে 'বাঙালি, বৈশাখ ও বঙ্গবন্ধু' শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন রেলমন্ত্রী।

নূরুল ইসলাম সুজন বলেন, 'মেহনতী মানুষের মুখে হাসি ফোটানো ও তাদের মৌলিক অধিকার পূরণ করাই বঙ্গবন্ধুর দর্শন ছিল এবং সেই দর্শন বাস্তবায়ন করার জন্যই বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করে দেশ স্বাধীন করেছিলেন।’

মন্ত্রী বলেন, 'আজকে সন্ত্রাসবাদ-জঙ্গিবাদ এসব কিছুর যারা মদদ দিচ্ছেন, তারা ধর্মান্ধ জামাত-শিবির। এরাই ১৯৭৫ এ বঙ্গবন্ধু হত্যায় সহযোগিতা করেছিলেন, নেতৃত্ব দিয়েছিলেন। তারা আমাদের সমাজে এখনো সক্রিয় আছেন, তাই আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।’

বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কবি মোশাররফ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ডঃ মোস্তফা জালাল মহিউদ্দিন, বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী, সংগীত শিল্পী এস ডি রুবেল, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর উপাচার্য অধ্যাপক ড. আব্দুল মান্নান চৌধুরী প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর