অনিয়মের অভিযোগে ভিকারুননিসার অধ্যক্ষ নিয়োগ স্থগিত

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট বার্তা২৪.কম | 2023-08-30 12:40:51

নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের স্থায়ী অধ্যক্ষ নিয়োগ স্থগিত করেছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব আনোয়ারুল হক স্বাক্ষরিত এক আদেশে এই নিয়োগ স্থগিত করা হয়।

এতে বলা হয়েছে, রাজধানীর নারী শিক্ষার প্রাচীন অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের স্থায়ী অধ্যক্ষ নিয়োগের জন্য চলতি বছরের গত শুক্রবার (২৬ এপ্রিল) এই প্রতিষ্ঠানে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। পরীক্ষায় অনিয়মের অভিযোগ উত্থাপিত হওয়ায় অধ্যক্ষ নিয়োগ আপাতত স্থগিত রাখার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এ আদেশের বিষয়ে দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য চেয়ারম্যান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা ও মহাপরিচালক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরসহ সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে রোববার (২৮ এপ্রিল) ভিকারুননিসা নূন স্কুলের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক হাসিনা বেগম স্কুলের পরিচালনা পর্ষদ ও অধ্যক্ষ নিয়োগ কমিটির কাছে অধ্যক্ষ নিয়োগ পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে ত্রুটির অভিযোগ এনে তা পুনঃনিরীক্ষার দাবি জানান।

এ সম্পর্কিত আরও খবর