রমজানে সরকারি অফিস ৯টা থেকে সাড়ে ৩টা

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা২৪.কম | 2023-09-01 18:56:42

প্রতিবছরের মতো এবারও রমজান মাসে সরকারি অফিস-আদালতে কাজের সময় সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

সোমবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত অনুমোদন দেয়া হয়। রোজার অফিস সময় নির্ধারণে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রস্তাব দুই নম্বর আলোচ্য সূচিতে রাখা হয়।

পরে দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান মন্ত্রীপরিষদ বিভাগের সংস্কার ও সমন্বয় শাখার সিনিয়র সচিব শামসুল আরেফিন।

তিনি বলেন, 'হিজরি ১৪৪০ সালের পবিত্র রমজান মাসে সকল সরকারি ও আধা-সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য অফিস সময়সূচি নির্ধারণ করা হয়েছে। রমজান মাসে অফিস-আদালতের কাজের সময় সকাল ৯টা থেকে সাড়ে তিনটা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এমনিতে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সরকারি অফিসের কার্যক্রম চললেও রোজার সময় ইফতারের কথা মাথায় রেখে চাকরিজীবীদের বাড়ি ফেরার সুবিধার জন্য সূচিতে পরিবর্তন আনা হয়।'

রোজার মাসে বেলা সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে বলেও জানান তিনি।

উল্লেখ্য চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৭ মে রোজা শুরু হতে পারে। আর ঈদে সরকারি ছুটির সম্ভাব্য তারিখ রাখা হয়েছে ৪ থেকে ৬ জুন।

এ সম্পর্কিত আরও খবর