২য় মেয়াদে ইফালপা’র সহ-সভাপতি হলেন বিমানের পাইলট ইশতিয়াক

ঢাকা, জাতীয়

সেন্ট্রাল ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-29 22:50:35

দ্বিতীয় বারের মতো ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ এয়ারলাইন পাইলট অ্যাসোসিয়েশনের (ইফালপা) নির্বাহী সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং ৭৭৭ কমান্ডার ক্যাপ্টেন ইশতিয়াক হোসাইন।

সম্প্রতি জার্মানির বার্লিনে অনুষ্ঠিত সংগঠনটির বার্ষিক সম্মেলনে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হন তিনি। ওই সম্মেলনে বিশ্বের ৫৫০ জন প্রতিনিধি অংশ নেন।

এর আগে এই উপমহাদেশে এয়ারলাইনের অন্য কোনো পাইলট গুরুত্বপূর্ণ এই পদটিতে নির্বাচিত হননি। ক্যাপ্টেন ইশতিয়াক প্রথম বাংলাদেশি, যিনি ইফালপা‘র পূর্ণ একজন সদস্য। এছাড়া ‘এয়ারক্রাফ্ট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেটর’ বিষয়ে আর্ন্তজাতিক স্বীকৃতি রয়েছে তাঁর।

ক্যাপ্টেন ইশতিয়াক হোসাইন এভিয়েশন খাতে এশিয়া প্যাসিফিক, সার্কভুক্ত দেশসহ যুক্তরাষ্ট্রের দ্বীপ বেষ্টিত কিছু দেশের দায়িত্ব পালন করবেন।

তিনি নির্বাহী সহ-সভাপতি নির্বাচিত হওয়ার আগে চারবার ইফালপার এশিয়া পশ্চিম অঞ্চলের আঞ্চলিক সহ-সভাপতি ছিলেন।

ইফালপা নিরাপদ বিমান উড্ডয়ন ও দুর্ঘটনা প্রতিরোধে বিশেষজ্ঞদের দ্বারা পরিচালিত যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্বের একমাত্র প্রতিষ্ঠান। বিশ্বব্যাপী পাইলটদের মত প্রকাশে কানাডার ইফালপা, ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশনের সাথে কাজ করে। এটি জাতিসংঘ ও ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের বিশেষায়িত একটি সংস্থা।

এ সম্পর্কিত আরও খবর