প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট বার্তা২৪.কম | 2023-08-31 20:45:08

বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন সৌদি আরবের রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন এইচ এম আল-মুতাইরি। সোমবার (২৯ এপ্রিল) প্রধানমন্ত্রী জাতীয় সংসদ ভবনস্থ কার্যালয়ে এ সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।

প্রধানমন্ত্রী সৌদি রাষ্ট্রদূতকে বাংলাদেশে সফলভাবে তার ৪ বছরের দায়িত্বের মেয়াদ পূর্ণ করার জন্য অভিনন্দন জানান। তিনি বলেন, ‘সৌদি রাষ্ট্রদূত বাংলাদেশকে তার নিজের দেশ বলে মনে করতে পারেন।’

দু’দেশের মধ্যকার ঐতিহাসিক সম্পর্কের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশিদের অন্তরে সৌদি আরবের জন্য বিশেষ স্থান রয়েছে।’

রাষ্ট্রদূতের মেয়াদকালে চারবার সৌদি আরব সফরের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী এসব সফর আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার জন্য রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান। প্রধানমন্ত্রী রাষ্ট্রদূতের মাধ্যমে সৌদি আরবের বাদশা ও খাদেমুল হারমাইন সালমান বিন আবদুল আজিজ আল-সৌদ ও যুবরাজ মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ আল সৌদকে তাঁর শুভেচ্ছা জানান।

সৌদি রাষ্ট্রদূত বাংলাদেশে দায়িত্ব পালনকালে সহযোগিতার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। দু’দেশের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্কে সন্তোষ প্রকাশ করে আল মুতাইরি বলেন, ‘বর্তমান সরকারের আমলে এ সম্পর্কে নতুন উচ্চতায় উন্নীত হয়েছে এবং তা ভবিষ্যতে অব্যাহতভাবে আরও জোরদার হবে।’

রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীকে অবহিত করেন যে, তিনি জর্জিয়ায় সৌদি আরবের নতুন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান, সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবদিন ও সৌদি আরবের বাংলাদেশী রাষ্ট্রদূত গোলাম মসিহ এ সময় উপস্থিত ছিলেন।

খবর- বাসস

এ সম্পর্কিত আরও খবর