পেঁয়াজ ভর্তি ট্রাকে ফেনসিডিলের চালান

ঢাকা, জাতীয়

লোটন আচার্য্য, উপজেলা করেসপন্ডেন্ট, সাভার, ঢাকা, বার্তা২৪.কম | 2023-08-26 12:26:03

সাভারে পেঁয়াজ ভর্তি একটি ট্রাকে ১২শ’ বোতল ফেনসিডিলের চালানসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঢাকা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা।

সোমবার (২৯ এপ্রিল) রাতে সাভারের আমিন বাজার এলাকায় ট্রাকটি আটক করে ফেনসিডিল জব্দ করা হয়।

আটককৃতরা হলেন- সাভারের আমিন বাজার এলাকার বড়দেশী গ্রামের মোশারফ হোসেনের ছেলে সায়মন এবং ভাকুর্তা ইউনিয়নের মোগড়াকান্দা গ্রামের মোসলে উদ্দিনের ছেলে আমজাদ হোসেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাভারের আমিন বাজার এলাকায় অভিযান চালিয়ে ট্রাকটি আটক করা হয়। পরে পেঁয়াজের বস্তার ভেতরে লুকানো অবস্থায় ৬ বস্তায় ১২শ’ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এসময় ট্রাকটি জব্দ করে মালিক ও চালককে আটক করে গোয়েন্দা পুলিশ।

এ বিষয়ে ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বার্তা২৪.কমকে জানান, পেঁয়াজের বস্তার আড়ালে মাদকের চালান যাচ্ছিলো। খবর পেয়ে তল্লাশি চালিয়ে ফেনসিডিল জব্দ ও দুই মাদক ব্যবসয়ীকে আটক করা হয়।

এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

এ সম্পর্কিত আরও খবর