রাজধানীর চতুর্দিকে সার্কুলার রেললাইন অপরিহার্য: রেলমন্ত্রী

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা২৪.কম | 2023-09-01 03:19:44

রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, 'ঢাকা শহরের মানুষের যে চাপ সেটাকে কমানোর জন্য রাজধানীর চতুর্দিকে সার্কুলার রেললাইন তৈরি করা অপরিহার্য। এটি নির্মিত হলে ঢাকা শহরের যানজট কমে যাবে।'

মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে রেল ভবনে সার্কুলার রেল লাইন নির্মাণের সম্ভাব্যতা সমীক্ষার চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রেলমন্ত্রী বলেন, 'বর্তমান সরকার রেলওয়ের উন্নয়নের জন্য বড় বড় পরিকল্পনা করছে। রেল মানুষকে এখন স্বস্তির অবস্থায় নিয়ে যাচ্ছে। আর এই সার্কুলার রেললাইন নির্মাণের সম্ভাব্যতা সমীক্ষা শেষে যখন এটি নির্মাণ করা হলে ঢাকা শহরের জানজট কমে যাবে।'

বাংলাদেশ রেলওয়ে, চায়না রেলওয়ে সাইয়ান সার্ভিস অ্যান্ড ডিজাইন গ্রুপ কোম্পানি লিমিটেড, কনসালটিং সার্ভিস লিমিটেড (বিইটিএস) বাংলাদেশ, এবং ইঞ্জিনিয়ার্স অ্যান্ড এডভাইজার লিমিটেড (ইএএল) বাংলাদেশ যৌথভাবে এই সার্কুলার রেললাইন নির্মাণে কাজ করবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রেলের মহাপরিচালক মো. কাজী রফিকুল আলম, নির্মাণকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর