শ্রমিকদের সমস্যা থাকলে অভিযোগ জানাতে হবে: শ্রম প্রতিমন্ত্রী

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা২৪.কম | 2023-08-31 18:11:44

শ্রমিকদের সমস্যা থাকলে অভিযোগ জানানোর আহ্বান জানিয়েছেন শ্রম প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান।

তিনি বলেছেন, 'বাড়ি বাড়ি গিয়ে শ্রমিকদের অভিযোগ নিতে হবে? কারও সমস্যা থাকলে আমাদের কাছে আসতে হবে। তাদের কী সমস্যা তা আমাদের বলতে হবে, তাহলে আমরা সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারব।'

মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুর সাড়ে ৩টায় মে দিবস উপলক্ষে মন্ত্রণালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, 'দেশের মোট শ্রমিকের ১৫ শতাংশ কাজ করে গার্মেন্টসে, বাকি ৮৫ শতাংশ শ্রমিক কাজ করে অন্যান্য সেক্টরে। সেক্ষেত্রে গার্মেন্টস শ্রমিকদের মতো সুরক্ষার ব্যবস্থা অন্যান্য খাতেও নেওয়া হচ্ছে কিনা।'

মে দিবস বিষয়ে শ্রম প্রতিমন্ত্রী বলেন, 'কাল বুধবার মহান মে দিবস। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সংঘবদ্ধ সংগ্রামের অনন্য ইতিহাস গড়ার একদিন। ১৮৮৬ সালের মে মাসে আমেরিকার শিকাগোতে শহরের হে মার্কেটে শ্রম অধিকার প্রতিষ্ঠায় যে সকল শ্রমিক দৃঢ় প্রত্যয়ে তাদের জীবন উৎসর্গ করেছিলেন তাদের বিদেহী আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানাতে এবং বিশ্বের সকল মেহনতি মানুষের সাথে একাত্মতা প্রকাশ করতে আমরা এ দিবস পালন করব।'

প্রতিবছরের ন্যায় এবারও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত হতে যাচ্ছে। এ দিবসটি উপলক্ষে আগামীকাল পহেলা মে একটি বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়েছে। দৈনিক বাংলার শ্ৰম ভবনের সামনে থেকে সকাল ৭টায় র‍্যালিটি শুরু হয়ে বঙ্গবন্ধু এভিনিউ ও জিরো পয়েন্ট ধরে সচিৰলিয়ের সামনের সড়ক দিয়ে প্রেসক্লাবে গিয়ে শেষ হবে।

তাছাড়া এ দিবসটি উদযাপনে বিকেল ৪টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে একটি আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রী পৃথক পৃথক বাণী দেবেন। দিবসটি উপলক্ষে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক সমূহ সজ্জিতকরণ করা হবে।

দিবসটি যথাযথভাবে পালনে শ্রম প্রতিমন্ত্রী গণমাধ্যমেরও সহযোগিতা চান।

এ সম্পর্কিত আরও খবর