মে দিবসে শ্রমিকদের ভাবনা

ঢাকা, জাতীয়

তৌফিকুল ইসলাম, স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2024-01-15 21:10:06

বছর ঘুরে আবারও খেটে খাওয়া মেহনতী মানুষের অধিকার আদায়ের দিন মহান মে দিবস এসেছে। তবে আর পাঁচ-দশটা দিবসের মতো আপামর বাঙালির জীবনে এ নিয়ে তেমন কোনো উচ্ছ্বাস নেই।

মে দিবস আসে নেহায়েত ৩০ এপ্রিলের পরের দিন ১ মে, সেই হিসেবে। এই দিনে সরকারি ছুটি থাকে ,কিন্তু শ্রমিকেরা জানেন না, এই দিনটা শুধুই তাদের জন্য। তাদেরকে ও তাদের কাজকে সম্মান করার জন্য এই দিনের আয়োজন। অথচ তাদের ছুটি নেই, এ দিনেও তাদের ছুটতে হয় কাজে। 

বুধবার (১ মে) রাজধানীর গাবতলী বাস টার্মিনাল ঘুরে মে দিবসে মেহনতী শ্রমিকদের ভাবনার কথা জানা যায়।

এডি পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সেলিম মিয়া বার্তা২৪.কম-কে বলেন, 'আমেরিকার শিকাগো শহর থেকে শুরু হওয়া শ্রমিক দিবস এখনো চলছে। শ্রমিকদের মূল দাবি হলো একটা অবকাঠামোর মধ্যে তার পারিশ্রমিক পেতে হবে। একটা অবকাঠামো এর মধ্যে তার সময় নির্ধারণ থাকতে হবে। যে আমি আট ঘণ্টা শ্রম দিয়ে পয়সাটা পাব।'

গাবতলী বাস টার্মিনালে লেবারের কাজ করেন আবুল কালাম। তিনি বার্তা২৪.কম-কে বলেন, '৩৪ বছর ধরে আমি এখানে কাজ করি । মে দিবস আমরা সব সময় সুন্দরভাবে পালন করি । মে দিবসে র‌্যালি করি, বিভিন্ন শ্রমিক নেতারা বক্তব্য দেন আমাদের অধিকার নিয়ে, সেগুলো আমরা শুনি। আজকে শ্রমিক সংগঠনের উদ্যোগে খাওয়া দাওয়া হচ্ছে। এসব করে আমরা মে দিবস উদযাপন করি।’

মোঃ রাতুল শেখ শুভ বসুন্ধরা পরিবহন এ কাজ করেন। তিনি বার্তা২৪.কম-কে বলেন, 'আজকের এই দিনটি আমাদের জন্য। আমাদের মতো খেটে খাওয়া মেহনতী মানুষের জন্য। শ্রমিক দিবস কিছুটা পালন করি দুপুর বেলা পর্যন্ত শ্রমিক দিবস পালন করি। দুপুরের পর গাড়ি-ঘোড়া ছাড়ার চিন্তা ভাবনা করি।‘

গাবতলী বাস টার্মিনালের তথ্য ও অভিযোগ কেন্দ্রের ইনচার্জ মিজানুর রহমান মালিকদের উদ্দেশে বলেন, 'আমাদের আট ঘণ্টার বেশি কাজ করাবেন না। যদি করান তাহলে তার জন্য অধিক মজুরি দিতে হবে। আট ঘণ্টা ডিউটি কার্যকর করার জন্য আমরা আজও আন্দোলন করে চলেছি।’

একে ট্রাভেলস-এর গাড়িচালক মোহাম্মদ লোকমান হোসেন দুঃখ প্রকাশ করে বলেন, 'আট ঘণ্টা ডিউটির বিষয় নিয়ে আপনারা যে কথা বলছেন, আমরা তো আট ঘণ্টায় সার্ভিস শেষ করতেই পারি না। আট ঘণ্টা ডিউটি ১২ থেকে ১৪ ঘণ্টা লাগে, টাকাও কম পাই। মে দিবস একটা শ্রমিকের স্বাধীনতার দিবস। সেই স্বাধীনতা আমরা কখনোই ভোগ করতে পারছি না। নামেমাত্র মে দিবস।’

টার্মিনালে কাজ করা মোঃ কামাল হাওলাদার বার্তা২৪.কম-কে বলেন, 'মে দিবস উপলক্ষে যেসব প্রতিষ্ঠান বন্ধ, এসব প্রতিষ্ঠানের শ্রমিকরা মিছিল-মিটিং করছে। আমরা যারা আজকে এই দিনে ডিউটি করছি তারা অন্য দিন ছুটি পাব।’

 

এ সম্পর্কিত আরও খবর