ফণী: চট্টগ্রামে ৬ নম্বর বিপদ সংকেত

চট্টগ্রাম, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম, বার্তা২৪.কম | 2023-08-28 00:55:50

শক্তিশালী ঘূর্ণিঝড় ফণী’র কারণে চট্টগ্রাম সমুদ্রবন্দরকে ছয় নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া কক্সবাজারকে চার এবং পায়রা, মংলা সমুদ্রবন্দরকে সাত নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। 

একই সঙ্গে বন্দর এবং নৌ যান শ্রমিকদের নিকটবর্তী স্থানে অবস্থান করতে বলা হয়েছে।

চট্টগ্রাম আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবুল কালাম আজাদ এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বার্তা২৪.কমকে জানান, ফোনির সর্বশেষ পরিস্থিতি অনুযায়ী ছয় নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এর আগে বুধবার বিকেলে জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মো. দেলোয়ার হোসেন জানান, ফোনি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১২শ ৫০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে। এটি ঘণ্টায় ১৭০ কিলোমিটার বেগে ধাবিত হচ্ছে। ফণী মোকাবেলায় জেলা প্রশাসন বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।

এ সম্পর্কিত আরও খবর