ফণী’র ক্ষয়ক্ষতি মোকাবিলায় সংশ্লিষ্টদের প্রস্তুত থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

ঢাকা, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-27 14:03:40

ঘূর্ণিঝড় ফণী’র সম্ভাব্য আঘাতে ক্ষয়ক্ষতি মোকাবিলায় ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বৃহস্পতিবার (২ মে) সচিবালয়ে অগ্নিদুর্ঘটনা প্রতিরোধে করণীয় শীর্ষক সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ নির্দেশনা দেন।

মন্ত্রী বলেন, ‘কোস্টগার্ডসহ উপকূলীয় জেলা সমূহের আইন-শৃঙ্খলা বাহিনীকে সার্বিক প্রস্তুতি নিয়ে রাখতে বলা হয়েছে। যাতে দ্রুত পদক্ষেপ নেওয়া যায়।’

উল্লেখ্য, সমুদ্রবন্দরের সতর্ক বার্তায় বলা হয়েছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে ঘূর্ণিঝড় ফোনি। এটি বৃহস্পতিবার (২ মে) চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১০৬৫ কিলোমিটার, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১০২৫ কিলোমিটার, মংলা সমুদ্রবন্দর থেকে ৯১৫ কিলোমিটার এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ৯২৫ কিলোমিটার অবস্থান করছিল।

এটি আরও ঘনীভূত ও উত্তর/উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে শুক্রবার (৩ মে) বিকেল নাগাদ ভারতের ওড়িশা উপকূল অতিক্রম করতে পারে। এদিন সন্ধ্যার দিকে খুলনা ও তৎসংলগ্ন বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল এলাকায় পৌঁছাতে পারে।

এ সম্পর্কিত আরও খবর