পরিবহন সেক্টরে ১০ নম্বর সর্তকতা সংকেত চলছে: শাজাহান খান

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-26 13:33:25

ঘূর্ণিঝড় ফোনি বাংলাদেশে আঘাত হানতে পারে বলে ৭ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। ঠিক তেমনি পরিবহন সেক্টরের জন্য কিন্তু ১০ নম্বর সর্তকতা সংকেত চলছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি সংসদ সদস্য শাজাহান খান।

বৃহস্পতিবার (২ মে ) দুপুর ২টার দিকে মহানগর নাট্যমঞ্চে কাজী বশির মিলনায়তনে সম্প্রতি পরিবহন সেক্টরের বিভিন্ন সমস্যা নিয়ে মালিক সমিতির মালিক-শ্রমিক যৌথসভায় তিনি এ কথা বলেন।

শাজাহান খান বলেন, ‘যখন ঘূর্ণিঝড় আসে, তার হাত থেকে রক্ষা করতে সরকার সাধারণ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয় বা সতর্কতামূলক ব্যবস্থা নেয়। ঠিক তেমনি আজ পরিবহন সেক্টরে চলা এই খারাপ অবস্থার হাত থেকে রক্ষা করার জন্য পরিবহন মালিক শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ আপনাদের রক্ষা করবে।’

শ্রমিক ফেডারেশনের সভাপতি আরও বলেন, ‘সড়ক আইন করে দুর্ঘটনা ঘটলেই পরিবহন মালিক-শ্রমিককে মামলা আর জরিমানা করা হচ্ছে। ফলে পরিবহন চালাতে পারছি না। আমাদের এই ব্যবসা থেকে সরে আসতে হবে। সড়ক দুর্ঘটনার কারণে কোটি কোটি টাকা জরিমানা করা হচ্ছে এসবের কারণে আমরা পরিবহন মালিকরা বিচলিত। দুর্ঘটনা মামলায় যদি এত টাকা জরিমানা করা হয় তাহলে আমাদের ব্যবসা বন্ধ করে দেওয়া ছাড়া উপায় থাকবে না।’

তিনি বলেন, ‘আইন সবার জন্য সমান। যারা দোষ করবে তাদের বিচার আমরাও চাই। যাত্রীর কারণে রাস্তায় দুর্ঘটনা ঘটল তাদেরও শাস্তির আওতায় আনতে হবে। দুর্ঘটনা নিয়ন্ত্রণে মালিক-শ্রমিক সবাইকে সচেতন হয়ে গাড়ি চালাতে হবে। একই সাথে যে আইন করা হয়েছে, সেই আইনের ও সংশোধন এনে পরিবহন ব্যবসাকে বাঁচিয়ে রাখতে হবে।’

যৌথ সভায় বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মসিউর রহমান রাঙ্গা বলেন, ‘পরিবহন সেক্টর স্মরণকালের সর্বোচ্চ নির্যাতনের মধ্যে পড়েছে। একজন ড্রাইভার ১০ হাজার টাকা বেতন পান। দুর্ঘটনার ফলে তাকে এক থেকে দুই কোটি টাকা জরিমানা করা হচ্ছে। তিনি এত টাকা কিভাবে দেবেন? তিনি তো নিজেকে দেউলিয়া ঘোষণা করবেন।’

এই সভায় বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ বলেন, ‘সড়ক পরিবহন আইন করা হয়েছে, আমরা যে সুপারিশমালা দিয়েছিলাম তার কোনো কিছুই পর্যালোচনা করা হয়নি। এমন অবস্থায় দুর্ঘটনা ঘটলে সংগঠনের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে। পরিবহন সেক্টরে কেউ আর বিনিয়োগ করতে চাচ্ছেন না। যদি এই সমস্যার সমাধান না হয়, আমরা পুঁজি প্রত্যাহার করে ব্যবসা গুটিয়ে নেব।’

যৌথসভায় পরিবহন শ্রমিক মালিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়াও ঢাকার বাইরে থেকে আসা সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর