ফণীর অগ্রভাগ খুলনা উপকূলে

খুলনা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, খুলনা, বার্তা২৪.কম | 2023-08-30 17:57:25

দক্ষিণ বঙ্গোপসাগরে সৃষ্ট শক্তিশালী ঘূর্ণিঝড় ফণীর অগ্রভাগ খুলনার উপকূলে প্রবেশ করেছে। ফণীর প্রভাবে খুলনাসহ আশপাশের উপকূলীয় অঞ্চলে দমকা হাওয়া ও গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে বলে জানিয়েছে খুলনা আবহাওয়া অফিস।

শুক্রবার (৩ মে) সন্ধ্যায় খুলনা আঞ্চলিক আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ আমিরুল আজাদ বার্তা২৪.কম-কে বলেন, ‘ঘূর্ণিঝড় ফণীর অগ্রভাগ বর্তমানে খুলনা উপকূলে অবস্থান করছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত বিকাল ৩টায় ঘূর্ণিঝড়টি মংলা বন্দর থেকে ৪৪৫ কিলোমিটারের দূরে অবস্থান করছিল।’

তিনি বলেন, ‘সন্ধ্যা পর্যন্ত এটি আরও অগ্রসর‌ে আসার কথা। এ কারণেই খুলনায় দমকা বাতাসের সাথে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। কোথাও কোথাও ঝড়ো হাওয়াসহ মাঝারি ধরণের বৃষ্টিপাত হয়েছে। এখনো পর্যন্ত মংলা বন্দরসহ আশপাশের এলাকায় ৭ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।’

এই আবহাওয়াবিদ বলেন, ‘ধারণা করা হচ্ছে মধ্যরাতের (শুক্রবার দিবাগত) যেকোনো সময় ঘূর্ণিঝড় ফণী খুলনার উপকূলীয় এলাকা মংলা-বাগেরহাট-সাতক্ষীরা অতিক্রম করতে পারে। ঘূর্ণিঝড়ের সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ১০০ থেকে ১২০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে। তখন বৃষ্টির সাথে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। মধ্যরাতেই ঝড়টি দক্ষিণ-পশ্চিম উপকূল অতিক্রম করবে। এ সময় নদীতে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে বৃদ্ধি পেয়ে পাঁচ থেকে ছয় ফুট পর্যন্তও বাড়তে পারে। তবে এখনো পর্যন্ত জলোচ্ছ্বাসের কথা বলা যাচ্ছে না।’

এ সম্পর্কিত আরও খবর