ফণী: স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ চালু

ঢাকা, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা২৪.কম | 2023-08-24 08:17:41

ঘূর্ণিঝড় ফণী চলাকালীন ও পরবর্তী স্বাস্থ্যসেবা সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ফণীকে কেন্দ্র করে স্বাস্থ্য অধিদপ্তর ও মন্ত্রণালয়ে সার্বক্ষণিক নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে।

নিয়ন্ত্রণ কক্ষের ফোন নম্বর- ০২-৯৮৫৫৯৩৩/ ০১৭৫৯-১১৪৪৮৮

বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগে মোট দুই হাজার ৩৬২টি মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে। স্থানীয় পর্যায়ের অ্যাম্বুলেন্সগুলো প্রস্তুত রাখা হয়েছে। মাঠ পর্যায়ে পর্যাপ্ত ওষুধ ও চিকিৎসা সামগ্রী সরবরাহ করা হয়েছে। ঘূর্ণিঝড় সংক্রান্ত পরিস্থিতি মোকাবিলার জন্য গাইডলাইন পাঠানো হয়েছে।

তাৎক্ষণিকভাবে বিনা মূল্যে চিকিৎসা পরামর্শ নেওয়ার জন্য জনগণকে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ কল সেন্টার স্বাস্থ্য বাতায়নে ফোন দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

স্বাস্থ্য বাতায়নের ফোন নম্বর- ১৬২৬৩

এ সম্পর্কিত আরও খবর