গৃহবধূ অপহরণের পর গণধর্ষণ!

, জাতীয়

সেন্ট্রাল ডেস্ক ২ | 2023-08-27 13:51:35

অপহরণ করে দাবি করা মুক্তিপণের টাকা না পেয়ে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় এক গৃহবধূকে গণধর্ষণ করেছে অপহরণকারীরা। শুক্রবার দুপুর ২টার দিকে উপজেলার আটপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। শ্রীনগর থানার উপপরিদর্শক (এসআই) আলী মনসুর জানান, গতকাল বৃহস্পতিবার বিকেলে  রাজধানীর দোলাইরপাড় এলাকায় পার্লার ব্যবসায়ী ওই গৃহবধূ তার ব্যবসার জন্য যন্ত্রপাতি কিনতে বেরিয়েছিলেন। রাস্তায় তাকে মাইক্রোবাসে তুলে নেয় দুর্বৃত্তরা। এ সময় তার কাছে যন্ত্রপাতি কেনার ২৫ হাজার টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন ছিল। তাকে ছেড়ে দেওয়ার বিনিময়ে পরে আরও ৫০ হাজার টাকা দাবি করে। পুলিশ জানায়, গতকাল রাতেই অপহৃত নারীর স্বামী প্রথম পর্যায়ে সকালে ১০ হাজার টাকা দেন। এরপর আর টাকা দেওয়া হয়নি। টাকা না পেয়ে একপর্যায়ে আটপাড়া চকের জমিতে ওই গৃহবধূকে পালাক্রমে পাঁচজন ধর্ষণ করে। তারপর আটপাড়া গ্রামের খালেক মাদবরের বাড়িতে আটকে রাখা হয়। শুক্রবার দুপুরে স্থানীয় লোকজন গৃহবধূর চিৎকার শুনে এগিয়ে গেলে ধর্ষকরা পালিয়ে যায়। তবে একজনকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়। ভুক্তভোগী ও স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, আটকে রাখা বাড়ির মালিকের ছেলে মফিদুল ইসলাম (৩২) পলাতক। অপহরণের মূল হোতা জামাল হোসেন (৩০)। এ ঘটনায় উজ্জ্বল হোসেন (৩০) নামে ঢাকা থেকে একজনকে আটক করা হয়েছে। তার বাড়ি আটপাড়ার বাড়িগাঁও গ্রামে। শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ সম্পর্কিত আরও খবর