ফণী: খুলনায় যাত্রীর চাপ বেড়েছে ট্রেনে

খুলনা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, খুলনা | 2023-08-26 21:35:18

ঘূর্ণিঝড় ফণীর কারণে খুলনা থেকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াতের জন্য অধিকাংশ বাস ও লঞ্চ বন্ধ রয়েছে। এ কারণে ট্রেন রুটে যাত্রীর চাপ বেড়েছে।

শনিবার (৪ মে) বিকেলে খুলনা রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা যায়, টিকিট কাউন্টারে কয়েক হাজার যাত্রীর ভিড় রয়েছে। দীর্ঘ সময় অপেক্ষা করার পরও টিকিট না পেয়ে অনেকে হতাশা নিয়ে ফিরে যাচ্ছে।

রাজধানীগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের টিকিট কাটতে আসা শিক্ষার্থী জাকারিয়া হোসাইন বার্তা২৪.কমকে বলেন, ‘আড়াই ঘণ্টা ধরে স্টেশনের টিকিট কাউন্টারের লাইনে দাঁড়িয়ে আছি। এখনো কোনো টিকিট পাইনি, পাওয়ার সম্ভাবনাও দেখছি না। বাসের টিকিট কাটতে গিয়েছিলাম, কিন্তু বাস ঢাকা পর্যন্ত যেতে পারবে না, আরিচা ফেরিঘাট পর্যন্ত যাবে। কিন্তু ওইখান থেকে ফেরি বন্ধ শুনেছি। লঞ্চও নাকি চলছে না। ঢাকা যাব কীভাবে? ট্রেন ছাড়া কোনো উপায় নেই।’

সৈয়দপুরগামী আরিফ শেখ বলেন, ‘সাপ্তাহিক ছুটিতে খুলনা এসেছিলাম। ফেরার জন্য বাসের টিকিট কাটতে গিয়ে শুনেছি নদীতে ঝড়ের কারণে ফেরি বন্ধ আছে। তাই ট্রেন‌ের টিকিট কাটতে এসেছি। কিন্তু এখানে এসে দুর্ভোগ পোহাতে হচ্ছে।’

এদিকে সন্ধ্যায় খুলনা স্টেশনে প্রবেশ করে রাজধানী ঢাকা থেকে ছেড়ে আসা সুন্দরবন এক্সপ্রেস ট্রেন। ট্রেনটিতে যাত্রীরা যেন ঠাসাঠাসি করে এসেছে।

সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে ঢাকা থেকে খুলনায় আসা রুমন ইসলাম বলেন, ‘ঘূর্ণিঝড় ফণীর কারণে নিরাপত্তার কথা চিন্তা করে বাসে না এসে ট্রেনে চলে আসলাম। ট্রেনের যাত্রা বাসের থেকে অনেকটা নিরাপদ। তাছাড়া শুনেছি নদীতে ফেরি-লঞ্চ চলছে না।’

খুলনা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মানিক চন্দ্র সরকার বার্তা২৪.কমকে বলেন, ‘ঝড়ের কারণে গত দুদিন ধরে স্বাভাবিকের তুলনায় যাত্রী বেড়েছে। খুলনা থেকে যে সকল রুটে ট্রেন চলাচল করে তার প্রত্যেকটিতে এখন অতিরিক্ত যাত্রী যাতায়াত করছে। একই সঙ্গে খুলনায় প্রবেশের ক্ষেত্রেও অতিরিক্ত যাত্রী আসছে। ধারণা করা হচ্ছে ঘূর্ণিঝড় ফণীর কারণেই ট্রেনে এতো যাত্রীর চাপ। টিকিট বিক্রি করতে ও অতিরিক্ত যাত্রী সামলাতে আমাদের হিমশিম খেতে হচ্ছে।’

এ সম্পর্কিত আরও খবর