৪ শতাংশ কর্তন বাতিলের দাবি বেসরকারি শিক্ষকদের

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 12:59:58

বেসরকারি শিক্ষকদের অবসর ও কল্যাণ ট্রাস্টের অতিরিক্ত ৪ শতাংশ কর্তন বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী সমিতি ফেডারেশন। এ দাবিতে রোববার (৫ মে) সকাল সাড়ে ১১ টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন তারা।

সমাবেশে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী অবসর সুবিধা বোর্ড এবং শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের শিক্ষক-কর্মচারীদের বেতন থেকে অতিরিক্ত ৪ শতাংশ কর্তনের প্রজ্ঞাপন অবিলম্বে প্রত্যাহারের অনুরোধ জানানো হয়। এছাড়া শিক্ষক কর্মচারী অবসর সুবিধা বোর্ড এবং শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের মাধ্যমে ভাতা প্রদানের পরিবর্তে পূর্ণাঙ্গ পেনশন সুবিধা চালুর দাবি জানান তারা।

বিক্ষোভ সমাবেশে সকল বেসরকারি শিক্ষক কর্মচারীর চাকরি জাতীয়করণ, অনার্স মাস্টার্স পাঠদানকারী শিক্ষক ও নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্ত করার আবেদন জানান শিক্ষকরা। 

এ সম্পর্কিত আরও খবর