উপকূলে ঝড়ো হাওয়ার সম্ভাবনা নেই

ঢাকা, জাতীয়

সেন্ট্রাল ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-30 03:47:42

বঙ্গোপসাগরের উত্তরে অবস্থিত বাংলাদেশ উপকূলে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

রোববার (৫ মে) আবহাওয়া অধিদফতরের পরিচালকের পক্ষে আবহাওয়াবিদ হাফিজুর রহমান এক বিবৃতিতে এই সর্বশেষ অবস্থা জানান।

বিবৃতিতে তিনি চট্টগ্রাম, মংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে সংকেত নামিয়ে ফেলতে নির্দেশ দেন।

এর আগে শনিবার (৪ মে) সকালে ভারত হয়ে বাংলাদেশের সীমানায় প্রবেশ করে ঘূর্ণিঝড় ফণী। শক্তিশালী এই ঘূর্ণিঝড়টির সৃষ্টি দক্ষিণ বঙ্গোপসাগরে।

সেখান থেকে কয়েক দফা দিক পরিবর্তন করে শুক্রবার এটি আঘাত হানে ভারতের ওড়িশায়। সাগর থেকে উপকূলে পৌঁছার পর থেকেই দুর্বল হতে থাকে ঘূর্ণিঝড় ফণী।

বাংলাদেশে ফণীর আঘাতে কমপক্ষে ১৪ জনের প্রাণহানি ঘটে, আহত হন কয়েকশত মানুষ। ফণীর ছোবলে একাধিক জেলায় বাঁধ ভাঙারও খবর পাওয়া যায়।

বাংলাদেশ সীমান্তে প্রবেশের পরে ঘূর্ণিঝড় ফণী গভীর নিম্নচাপে পরিণত হয়। পরবর্তীতে সেটি নিম্নচাপে পরিণত হয়ে ভারতের সীমানায় প্রবেশ করে।

এ সম্পর্কিত আরও খবর