চট্টগ্রাম বন্দরের কার্যক্রম শুরু

চট্টগ্রাম, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম | 2023-08-29 18:23:14

ঘূর্ণিঝড় ফণীর কারণে প্রায় ৪৮ ঘণ্টা বন্ধ থাকার পর চট্টগ্রাম সমুদ্রবন্দরের কার্যক্রম শুরু হয়েছে।

রোববার (৫ মে) সকালে শুরু হয়েছে বন্দরের কনটেইনার হ্যান্ডেলিং। সকালে বন্দর জেটিতে ঢুকেছে দু’টি পণ্যবাহী জাহাজ। এছাড়া বহির্নোঙর চলছে পণ্য খালাস।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক বার্তা২৪.কমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঘূর্ণিঝড় ফণীর প্রভাব থেকে রক্ষার জন্য চট্টগ্রাম বন্দর থেকে নিরাপদ স্থানে মাদার ভ্যাসেল ও লাইটারেজ জাহাজগুলো সরিয়ে নেওয়া হয়েছিল। বৃহস্পতিবার (২ মে) সকাল থেকে জেটিতে কোনো পণ্য ওঠানো বা নামানো হয়নি। শুক্রবার সকালে বন্ধ করে দেওয়া হয় বন্দরের সব ধরনের কার্যক্রম। ফণী পরে দুর্বল হয়ে যাওয়ায় এবং এর প্রভাবে কোনো ক্ষতির আশঙ্কা না থাকায় রোববার সকাল থেকে আবার শুরু হয়েছে বন্দরের কাজ।

ফণীর প্রভাব কেটে যাওয়ায় নিরাপদে সরিয়ে নেওয়া জাহাজ আবার বন্দরে আনা হয়েছে/ছবি: বার্তা২৪.কম

 

ওমর ফারুক বলেন, চট্টগ্রাম বন্দরের জেটি থেকে শিপ টু শোর ক্রেন, গ্যান্ট্রি ক্রেন, আরটিচি, স্ট্যাডেল ক্যরিয়ার সচল করা হয়েছে।
লাইটারেজ জাহাজে পণ্য ওঠানো-নামানোর জন্য গভীর সমুদ্রে পাঠানো হয়েছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পরিচালক (ট্রাফিক) এনামুল করিম বার্তা২৪.কমকে বলেন, ফণীর কবল থেকে রক্ষার জন্য বন্দর থেকে ছোট জাহাজগুলোক কালোঘাট এলাকায় পাঠানো হয়েছিল। বড় জাহাজগুলো মাতারবাড়ি বন্দরের দিকে সরিয়ে নেওয়া হয়েছিল। বহির্নোঙর থেকে মাদার ভেসেলগুলোও সরানো হয়েছিল। আবহাওয়া অনুকূলে থাকায় রোববার সব ফিরিয়ে এনে বন্দর কার্যক্রম স্বাভাবিক করা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর