চট্টগ্রামে সড়ক অবরোধ করে বিক্ষোভ

চট্টগ্রাম, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম | 2023-08-30 18:20:51

পাহাড়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় অবৈধভাবে বসবাসরতদের গ্যাস, বিদ্যুৎ এবং পানির সংযোগ বিচ্ছিন্ন করায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছে এখানকার বাসিন্দারা।

রোববার (৫ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে নগরীর লালখান বাজারে মোড়ে অবস্থান নেন তারা। ফলে ওই রুটে তীব্র যানজটের সৃষ্টি হয়।

এর আগে পাহাড় ধসে প্রাণহানি কমিয়ে আনতে শনিবার (৪ মে) মতিঝর্ণা পাহাড় এবং রোববার (৫ এপ্রিল) লালখান বাজারের পোড়া কলোনিতে অভিযান চালায় প্রশাসন। অভিযানে ১০০ ঘর উচ্ছেদ, ১০টি বিদ্যুতের মিটার এবং গ্যাস, পানি সংযোগ বিচ্ছিন্নের কথা জানিয়েছিলেন অভিযানের নেতৃত্ব দেওয়া আগ্রাবাদ রেঞ্জের সহকারী ভূমি কমিশনার (এসিল্যান্ড) শারমীন আক্তার।

এর প্রতিবাদ জানিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন এখানকার বাসিন্দারা।

এ বিষয়ে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী বার্তা২৪.কম-কে বলেন, 'আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি। এরপর বিস্তারিত জানানো যাবে।'

এ সম্পর্কিত আরও খবর