ঢাবির ভর্তি পরীক্ষা : প্রশ্ন ফাঁসের হোতাসহ গ্রেফতার ১০

, জাতীয়

সেন্ট্রাল ডেস্ক ২ | 2023-08-28 14:20:22

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত অভিযোগে এ অপকর্মের হোতাসহ ১০ জনকে জনকে গ্রেফতার করেছে পুলিশ। দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তাদের গ্রেফতার করে। গ্রেফতার হওয়াদের মধ্যে ছাপাখানার কর্মচারী, সরকারি কর্মকর্তা ও বিশ্ববিদ্যালয় ছাত্রও রয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাজধানীর মালিবাগে এক সংবাদ সম্মেলনে সিআইডির অর্গানাইজড ক্রাইম বিভাগের বিশেষ পুলিশ সুপার মোল্যা নজরুল ইসলাম এসব তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার জামালপুর থেকে গ্রেফতার করা হয় সাইফুল ইসলাম নামে একজনকে। ব্যাপক জিজ্ঞাসাবাদের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার ফার্মগেটের ইন্দিরা রোড থেকে গ্রেপ্তার করা হয় খান বাহাদুরকে। তিনি প্রেসের কর্মচারী। খান বাহাদুররে সঙ্গে পরিচয় ছিল সাইফুল ইসলামের। সাইফুলের সঙ্গে পরিচয় ছিল রকিবুল হাসান নামে আরেকজনের। তিনি নাটোরের ক্রীড়া কর্মকর্তা। গত ১১ ডিসেম্বর রাজশাহী থেকে তাকে গ্রেফতার করা হয়। মূলত খান বাহাদুরের মাধ্যমেই প্রশ্ন ফাঁসের সূত্রপাত। বাকিদের মাধ্যমে ফাঁস হওয়া প্রশ্ন বিভিন্ন জায়গায় ছড়ায়। তিনি আরো বলেন, রাজধানীর ইন্দিরা রোডের যে ছাপাখানা থেকে প্রশ্নপত্র ফাঁস করছিল চক্রটি- সেই ছাপাখানাটিও চিহ্নিত করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটের প্রশ্নপত্রও ফাঁস হয়েছিল এই ছাপাখানা থেকেই। সিআইডি কর্মকর্তা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হলে সিআইডি অনুসন্ধান শুরু করে। প্রশ্ন ফাঁসের ঘটনায় এ পর্যন্ত ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে গত ৭ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত গ্রেপ্তার করা হয় ১০ জনকে। এদের মধ্যে বিশ^বিদ্যালয়ের দু’জন ছাত্রও রয়েছেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মোল্ল্যা নজরুল ইসলাম বলেন, প্রশ্নপত্র আগাম সরবরাহ করার বিনিময়ে এরা শিক্ষার্থীদের কাছ থেকে ২ থেকে ৭ লাখ টাকা নিত। গ্রেফতারকৃতদের দেওয়া তথ্য অনুযায়ী ২০১৫ ও ২০১৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটের প্রশ্ন ফাঁস করে এই চক্র। আর চলতি বছর এই পরীক্ষা নিয়ে ডিজিটাল জালিয়াতি করা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর