ভিকারুননিসায় পাস করেনি ৩ জন

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-26 01:38:54

রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার পাশের হার ৯৯ দশমিক ৮৪ ভাগ। জিপিএ ৫ পেয়েছে হাজার ১৪৮২ জন।

তবে গতবারের তুলনায় জিপিএ-৫ এর হার কমেছে। এদিকে দেশের শীর্ষস্থানীয় এ শিক্ষা প্রতিষ্ঠানের তিনজন শিক্ষার্থী ফেল করেছে। 

সোমবার (১ মে) দুপুর ১টার দিকে ব্রিফিং করে এই তথ্য জানান ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফেরদৌসী বেগম।

ফেরদৌসী বেগম বলেন, 'এবার আমাদের মোট পরীক্ষার্থী ছিল হাজার ১৮২৬ জন। তার ভেতরে পাস করেছে ১৮২৩ জন। তিন জন ফেল করেছে দুইজন। কমার্সের একজন এবং সাইন্সের দুইজন ফেল করেছে।'

তিনি আরও বলেন, 'যারা পাস করেছে তাদের অভিনন্দন জানাচ্ছি। সামনের বার আমরা আরও ভালো করব।'

উল্লেখ্য, এবার পাশের হার ৮২.২০ শতাংশ। যা গত বছর ছিল ৭৭.৭৭ শতাংশ। এবার মোট পরীক্ষার্থী ছিল ২১ লাখ ২৭ হাজার ৮১৫ জন। এর মধ্যে পাস করেছে ১৭ লাখ ৪৯ হাজার ১৬৫ জন।

এ সম্পর্কিত আরও খবর