শিক্ষাপ্রতিষ্ঠানে এসে ফল নেওয়ার আগ্রহ কমেছে

ঢাকা, জাতীয়

তপন কান্তি রায়, স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-25 00:50:41

মোবাইলে এসএমএস ও অনলাইনে ফলাফল জানার সুযোগ থাকায় শিক্ষাপ্রতিষ্ঠানে এসে ফল নেওয়ার আগ্রহ কমেছে শিক্ষার্থীদের। ফল নিতে এসে যে উল্লাস প্রতিষ্ঠানগুলোতে আগে দেখা যেত, এখন তা অনেকটাই কমে গেছে।

সোমবার (৬ মে) দুপুর ১২টার দিকে এসএসসি ও সমমান পরীক্ষার ফল ঘোষণা করে শিক্ষা মন্ত্রণালয়। এর পরপরই স্কুলগুলোতে ফলাফল টাঙানো হয়। কিন্তু দুপুর ১টা পর্যন্ত মতিঝিল আইডিয়াল স্কুল ও কলেজে ফল নিতে শিক্ষার্থীদের উপস্থিতি তেমন চোখে পড়েনি। তবে ফল জানার পর আনন্দ ভাগাভাগি করতে কয়েকজন শিক্ষার্থীকে দেখা যায়।

এই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১ হাজার ৯০৫ জন শিক্ষার্থী এবার এসএসসি পরীক্ষা দেয়। এরমধ্যে পাশ করেছে ১ হাজার ৮৯৪ জন। যার শতাংশ ৯৯ দশমিক ৪২। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ২৪৮ জন শিক্ষার্থী।

স্কুলটির বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পাওয়া ছাত্রী সিরাজুল মনিরা নির্ঝর বার্তা২৪.কমকে জানান, তিনি নিজেও এসএমএস এর মাধ্যমে রেজাল্ট দেখে স্কুলে এসেছেন। ভালো ফল করায় আনন্দ উচ্ছ্বাসের জন্য সহপাঠী অপেক্ষায় আছেন।

নির্ঝর বলেন, ‘এখন ইন্টারনেট যুগ, তাই সবাই ফল জেনে স্কুল আসবে আশা করি। কারণ, কারও ফল খারাপ হলে এখানে আসার পর সেভাবে নিতে পারে না।’

তিনি আরও বলেন, ‘প্রশ্নফাঁস বিহীন পরীক্ষা দিয়েছিলাম। আজ ফল পেলাম, খুব ভালো লাগছে। এমন সুন্দর পরিবেশে পরীক্ষা উপহার দেওয়ার জন্য শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে ধন্যবাদও জানাই।’

অনলাইনে ফল জেনে স্কুলে এসেছেন এই প্রতিষ্ঠানের আরেকজন ছাত্র মো. ফারহান আবির। তিনি বার্তা২৪.কমকে বলেন, ‘এখন ইন্টারনেটে সহজেই ফল পাওয়া যায়। আমি ফল জেনেই স্কুলে এসেছি। আমার সহপাঠীরাও আসবে।’

মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. শাহান আরা বেগম বার্তা২৪.কমকে বলেন, ‘এখন ইন্টারনেট যুগ, ছেলে-মেয়ে অনলাইনে ফল জেনে আসবে।’

তিনি আরও বলেন, ‘আগে আমাদের ফলাফলও ঢাকা বোর্ড থেকে নিয়ে আসতে হতো এখন পেয়ে যাই।’

এ সম্পর্কিত আরও খবর