অপরাধীদের আড়াল করতেই জজ মিয়া নাটক

, জাতীয়

সেন্ট্রাল ডেস্ক ২ | 2023-08-25 22:00:38

২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলায় প্রকৃত অপরাধীদের আড়াল করতেই নিরপরাধ জজ মিয়াকে দিয়ে মিথ্যা স্বীকারোক্তি আদায় করা হয়। গতকাল বুধবার বিচারিক আদালতে যুক্তিতর্কের ২০তম দিবসে রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি সিনিয়র এডভোকেট সৈয়দ রেজাউর রহমান একথা বলেন। তিনি বলেন,  খেটে খাওয়া নিরীহ জজ মিয়াকে দিয়ে ২১ আগস্ট হামলার ঘটনায় মিথ্যা ও সাজানো স্বীকারোক্তি আদায় করা ছিল একটি জঘন্য ঘটনা। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকার ও তার প্রশাসনের দায়িত্বশীল ব্যক্তিদের দিয়ে এ অপকর্ম করানো হয়েছিলো। এ কার্যকলাপকে অনেকটা রক্ষক হয়ে ভক্ষক হওয়ার মতো বলে বর্ণনা করে তিনি বলেন, ২১ আগস্ট হামলা পরিকল্পনায় প্রশাসনিক সহায়তার আশ্বাস বাস্তবায়নে এ অপকর্ম আইনের শাসনকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করা। জজ মিয়ার জবানবন্দি তুলে ধরে কৌঁসুলি রেজাউর রহমান বলেন,   জজ মিয়াকে ভয়-ভীতি ও প্রলোভন দেখিয়ে মিথ্যা-বানোয়াট স্বীকারোক্তি আদায় করা হয়। শেখ হাসিনা ও আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃ›ন্দকে হত্যা ও  দেশে জঙ্গিবাদের বিস্তৃতি ঘটাতে গ্রেনেড হামলার প্রকৃত অপরাধীদের নিরাপদে রেখে জজ মিয়া নাটক  তৈরির অপচেষ্টা চালানো হয়। রাজধানীর নাজিমউদ্দিন রোডে পুরনো কেন্দ্রীয় কারাগারের পাশে স্থাপিত ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার চলছে। মামলার কার্যক্রম আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত মুলতবি করা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর