হেফাজতের মার্কিন দূতাবাস ঘেরাও কর্মসূচি পণ্ড

, জাতীয়

সেন্ট্রাল ডেস্ক ২ | 2023-08-15 20:09:58

জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে যুক্তরাষ্ট্রের স্বীকৃতির প্রতিবাদে ঢাকায় হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর পূর্বঘোষিত মার্কিন দূতাবাস ঘেরাও কর্মসূচি পুলিশি বাধায় প- হয়ে গেছে। পরে হেফাজতের ছয় সদস্যের প্রতিনিধি দল পুলিশি পাহারায় মার্কিন দূতাবাসে গিয়ে স্মারকলিপি দেন। গতকাল বুধবার ১২টার দিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু হওয়া মার্কিন দূতাবাস অভিমুখী বিক্ষোভ হেফাজতের মিছিল  শান্তিনগর মোড়ে আটকে দেয় পুলিশ। পরে পুলিশের সহায়তায় হেফাজতের ঢাকা মহানগরের সভাপতি মাওলানা নূর হোছাইন কাসেমীর নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধিদল বারিধারায় মার্কিন দূতাবাসে গিয়ে ধর্মবিষয়ক প্রধান কর্মকর্তা উইলিয়াম নূনের কাছে স্মারকলিপি দেন। প্রতিনিধি দলে মাওলানা নূর হোছাইন কাসেমী ছাড়াও ছিলেন মাওলানা মাহফুজুল হক, ড. আহমদ আব্দুল কাদের, মাওলানা আজীজুল হক ইসলামাবাদী, মাওলানা মুজিবুর রহমান হামিদী ও মাওলানা ফজলুল করীম কাসেমী। সকাল ১১টায় ঢাকা মহানগর হেফাজতে ইসলামের উদ্যোগে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেইটে মার্কিন দূতাবাস ঘেরাও পূর্ব বিক্ষোভ সমাবেশে জেরুজালেমকে ইহুদিদের হাত থেকে রক্ষায় প্রধানমন্ত্রীকে বিশ্বনেতাদের সঙ্গে বসার আহ্বান জানিয়ে হেফাজতে ইসলামের নেতারা বলেন, ট্রাম্পের সিদ্ধান্ত আমরা মানি না। অবিলম্বে জেরুজালেমকে মুক্ত করে ফিলিস্তিনের রাজধানী ঘোষণা করতে হব। হেফাজতের ঢাকা মহানগর সভাপতি আল্লামা নূর হোছাইন কাসেমী বলেন, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দিয়েছেন জেরুজালেম ইসরাইলের রাজধানী। আমরা তার এই সিদ্ধান্ত মানি না। ইসরাইলকে অবিলম্বে জেরুজালেম থেকে চলে যেতে হবে। জেরুজালেম ফিলিস্তিনের অবিচ্ছেদ্য অংশ। তাই জেরুজালেমকে অবিলম্বে ফিলিস্তিনের রাজধানী ঘোষণা করতে হবে। বিক্ষোভ সমাবেশে হেফাজতের বেশ কয়েকজন শীর্ষ নেতাও বক্তব্য দেন। এর আগে গত শুক্রবার হেফাজতের ঢাকা মহানগরের সভাপতি মাওলানা নূর হোছাইন কাসেমী মার্কিন দূতাবাস ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করেন।

এ সম্পর্কিত আরও খবর