এলজিইডি'র ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী খলিলুর

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-31 18:37:24

স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী হিসেবে মো. খলিলুর রহমানকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি এতদিন এলজিইডি'র জ্যেষ্ঠতম অতিরিক্ত প্রধান প্রকৌশলীর দায়িত্বে ছিলেন।

বুধবার (৮ মে) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উন্নয়ন- ১ অধিবিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।

এলজিইডি'র প্রধান প্রকৌশলী আবুল কালাম আজাদকে সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হয়েছে। আগামী ৯ মে বৃহস্পতিবার থেকে সরকারি চাকরি থেকে তিনি অবসরে যাবেন। ফলে পদটি খালি হওয়ায় একই অধিদফতরের প্রকৌশলী মো: খলিলুর রহমানকে চলতি দায়িত্ব দেওয়া হয়।

মন্ত্রণালয়ের উপসচিব এ কে এম মিজানুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, জারিকৃত এ আদেশ আগামীকাল বৃহস্পতিবার থেকে কার্যকর হবে।

প্রজ্ঞাপনটি সদয় জ্ঞাতার্থে ও কার্যার্থে অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, অর্থ মন্ত্রণালয়ের সচিব, স্থানীয় সরকার অধিদফতরের প্রধান প্রকৌশলীসহ সংশ্লিষ্টদের প্রেরণ করা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর