আঙুরে বিষাক্ত ফরমালিন, গুনতে হলো জরিমানা

চট্টগ্রাম, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট বার্তা২৪.কম, চট্টগ্রাম | 2023-08-31 13:38:16

চট্টগ্রামে ফরমালিন মিশ্রিত আঙুর বিক্রির দায়ে এক দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে দোকানের বিষাক্ত লাল আঙুর নষ্ট করে দেওয়া হয়।

বুধবার (৮এপ্রিল) নগরীর চকবাজার এলাকায় কাঁচাবাজর মনিটরিংয়ে যায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে বেঁধে দেওয়া মূল্য তালিকার চেয়ে বেশি দামে পণ্য বিক্রির জেরে সাত দোকানিকে ২৯ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্বে দেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা আফরিন বার্তা২৪.কমকে বলেন, ‘রমজানে নিয়মিত মনিটরিং চলছে। মনিটরিংয়ের সময় ফরমালিন মিশ্রিত আঙুর বিক্রির দায়ে এক দোকানিকে জরিমানা করেছি। এছাড়া পূর্ণমূল্য তালিকার বেশি দামে বিক্রির দায়ে সাত দোকানিকে জরিমানা করেছি।’

অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এ সম্পর্কিত আরও খবর