পুলিশ সদস্য দায়িত্ব অবহেলা করলেই শাস্তি: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-28 14:41:49

রাজধানীর শাহবাগ থানার বিশ্রাম কক্ষ থেকে দায়িত্বরত অবস্থায় এক সহকারী উপপরিদর্শকের (এএসআই) পিস্তল ও গুলি খোয়া যাওয়ার ঘটনায় তাকে প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বুধবার (৮ মে) কোস্টগার্ডের ইফতারে অংশ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কোন পুলিশ সদস্য যদি তার দায়িত্বে অবহেলা করেন, তাহলে তাকে শাস্তি পেতেই হবে।’

শাহবাগ থানা সূত্রে জানা গেছে, শাহবাগ থানার এএসআই হিমাংশু সাহা রোববার (৫ মে) দুপুরে ডিউটি শেষ করে থানার বিশ্রাম কক্ষে যান। এর কিছুক্ষণ পর হিমাংশু জানান, তার সার্ভিস পিস্তল ও ১৬ রাউন্ড গুলি পাওয়া যাচ্ছে না।

থানার ভেতরে বিভিন্ন জায়গায় খুজেঁও অস্ত্র ও গুলির খোঁজ না মেলায় একটি মামলা করা হয়। পাশাপাশি গাফিলতির অভিযোগে হিমাংশুকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

 

এ সম্পর্কিত আরও খবর