ঢাকা শহরে ব্যাপকহারে কুকুর টিকাদান কর্মসূচীর উদ্বোধন

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-30 11:05:46

রাজধানীতে জলাতঙ্ক নির্মূলে কুকুরকে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল অপারেশন প্ল্যান জাতীয় জলাতঙ্ক নির্মূল কর্মসূচির আওতায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এ কর্মসূচির আওতায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে কুকুরের টিকা দেওয়া হবে।  

বৃহস্পতিবার ( ৯ মে) দুপুর ১২ টার দিকে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশে (কেআইবি) অনুষ্ঠানের উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী জাহিদ মালেক এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম।

উদ্বোধন অনুষ্ঠান শেষে জাহিদ মালেক বলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় দেশ থেকে জলাতঙ্ক নির্মূলে (এসডিজি) এবং লক্ষ্যমাত্রা অনুযায়ী ২০৩০ সালের মধ্যে জলাতঙ্ক মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যমাত্রা অর্জনে বিশেষ গুরুত্বারোপ করেছে। মানুষকে কুকুরের কামড়ের চিকিৎসা প্রদানের পাশাপাশি সারাদেশে ব্যাপক হারে তিন রাউন্ড টিকা দানের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

কুকুর যাতে তারা জলাতঙ্ক ভাইরাস বহন করতে না পারে সেজন্য তিনটি ধাপে টিকা দেওয়া হচ্ছে বলে জানান মন্ত্রী।

জনগণের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, কেউ যদি জলাতঙ্কে আক্রান্ত হন তাহলে দ্রুত চিকিৎসা নিতে হবে। কারণ চিকিৎসা নিতে দেরি হলে কোনো ডাক্তার কোনো ওষুধ আপনাকে বাঁচাতে পারবে না। এই রোগে মৃত্যু নিশ্চিত। তাই সঠিক সময়ে চিকিৎসা নিতে হবে।

এসময় রোজার মাসে জনগণ যাতে ভালো ইফতারি খেতে পারে সেজন্য ভেজালের ওপর মেয়রের কঠোর অবস্থান আশা করেন মন্ত্রী। কর্মসূচির উদ্বোধনকালে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম কুকুরকে না মেরে টিকা দিয়ে বাঁচিয়ে রাখার জন্য স্বাস্থ্য অধিদপ্তরকে ধন্যবাদ জানান।

বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ আশরাফ আলী খান খসরু এমপি, মাননীয় প্রতিমন্ত্রী- মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়; জনাব মোঃ আতিকুল ইসলাম, মাননীয় মেয়র- ঢাকা উত্তর সিটি কর্পোরেশন; অধ্যাপক ড. কামাল উদ্দিন আহমেদ, মাননীয় উপাচার্য- শেকৃবি; ডাঃ হীরেশ রঞ্জন ভৌমিক, মহাপরিচালক- প্রাণিসম্পদ অধিদপ্তর, অধ্যাপক ডাঃ বে-নজির আহমেদ, চেয়ারপার্সন- র‍্যাবিস ইন এশিয়া ফাউন্ডেশন-বাংলাদেশ এবং বিশিষ্ট লেখক ও গবেষক সৈয়দ আবুল মকসুদ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ডাঃ আবুল কালাম আজাদ।

অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ড. উম্মে রুমান সিদ্দিকী এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ডাঃ সানিয়া তহমিনা, পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ও লাইন ডাইরেক্টর (সিডিসি) স্বাস্থ্য অধিদপ্তর। উল্লেখ্য আগামী ১৪ মে ২০১৯ থেকে ১৯ মে ২০১৯ ঢাকা উত্তর ও ঢাকা সিটি কর্পোরেশপনের সব ওয়ার্ডের সব ধরণের বেওয়ারিশ ও পোষা কুকুরে ব্যাপকহারে টিকাদান কার্যক্রম পরিচালনা করা হবে।

এ সম্পর্কিত আরও খবর