রংপুরে সাউন্ড বক্স পেল ১৭৬ প্রাথমিক বিদ্যালয়

রংপুর, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর | 2023-08-31 18:07:42

সরকারের ডিজিটাল শিক্ষা কার্যক্রমেরর অংশ হিসেবে রংপুরে ১৭৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে সাউন্ড বক্স দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ মে) সন্ধ্যায় রংপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বিদ্যালয় প্রতিনিধিদের হাতে সাউন্ড বক্স তুলে দেন উপজেলা চেয়ারম্যান নাসিমা জামান ববি। রংপুর সদর উপজেলা শিক্ষা অফিস এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নাসিমা জামান বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্বপ্ন পুরো জাতির স্বপ্ন। বাংলাদেশ ডিজিটালের দিকে যত এগিয়ে যাচ্ছে, দেশের উন্নয়ন ততই দ্রুত হচ্ছে। যার বাস্তব চিত্র দেশের শিক্ষা ব্যবস্থার অগ্রগতি।’

সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা জাকিরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত সাদিয়া সুমি, উপজেলা প্রকৌশল শামসুল আরেফীন খান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আসাদুজ্জামান জেমি প্রমুখ।

অনুষ্ঠানে সাউন্ড বক্স বিতরণের পূর্বে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সহকারী শিক্ষা অফিসার, ২২২টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর