মাশরাফিকে ঘিরে চিকিৎসকদের মন্তব্য কাম্য নয়: স্বাস্থ্য প্রতিমন্ত্রী 

চট্টগ্রাম, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম, চট্টগ্রাম | 2023-09-01 09:05:25

জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক ও সাংসদ মাশরাফিকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে চিকিৎসদের অশালীন মন্তব্যের কড়া সমালোচনা করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। তিনি বলেছেন, ‘সবচেয়ে মেধাবী ও মায়ের ভালো সন্তানটি চিকিৎসক হবে, এটাইতো আমাদের চাওয়া। কিন্তু আমাদের আচরণ, লেখা এতো নোংরা ও অশ্লীল হবে কেন? একজন চিকিৎসকের কাছ থেকে এমন আচরণ কখনই কাম্য ছিল না।’

শুক্রবার (১০ মে) বিকেলে নগরীর চট্টগ্রাম জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এর আগেও স্বাস্থ্য প্রতিমন্ত্রী নড়াইলের সাংসদ মাশরাফিকে নিয়ে চিকিৎসদের মন্তব্যের সমালোচনা করেন।

প্রতিমন্ত্রী বলেন, সংসদ সদস্যের পদাধিকারবলে তিনি (মাশরাফি) হাসপাতালের সভাপতি। দায়িত্বের বিবেচনায় হাসপাতালে খোঁজ-খবর নেওয়া তার দায়িত্বের ও কর্তব্যের পর্যায়ে পড়ে। কিন্তু তাকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে অশালীন মন্তব্য এসেছে। এমন অভিযোগে ইতোমধ্যে বেশ কয়েকজন চিকিৎসকে শোকজ করা হয়েছে।

এর আগে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জেনারেল হাসপাতাল ঘুরে দেখেন এবং হাসপাতালের সমস্যা নিয়ে কর্তৃপক্ষের বক্তব্য শোনেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, চট্টগ্রাম জেনারেল হাসপাতাল কখনো মেডিকেল কলেজে রুপান্তর করা সম্ভব নয়। ২৫০ শয্যার হাসপাতাল কখনো মেডিকেল কলেজ হবে না। তবে আমরা হাসপাতালের চিকিৎসা সেবা এগিয়ে নেওয়ার লক্ষ্যে জনবল ও চিকিৎসক সংকটে প্রদক্ষেপ নেব।

এ সম্পর্কিত আরও খবর