ধারণক্ষমতার অধিক রোগী ও জলবল সংকটের মাঝেও চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের চিকিৎসা সেবা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান।
হাসপাতালের চিকিৎসা সেবা বেগবান করতে শয্যা সংখ্যা বৃদ্ধি ও চিকিৎসক সংকট সমাধানের আশ্বাস দিয়েছেন তিনি। শুক্রবার (১০ মে) বিকেলে হাসপাতাল পরিদর্শনে এসে বিভিন্ন সমস্যা নিয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী।
দেশের স্বাস্থ্যসেবা বিষয়ে ডা. মুরাদ বলেন, ‘এতোদিন সারাদেশে হাসপাতালে প্রকট চিকিৎসক সংকট ছিল। সম্প্রতি ৫ হাজার চিকিৎসক নিয়োগ দেয়া হয়েছে। এদের সারাদেশে পদায়ন করা হলে চিকিৎসক সংকট কমে আসবে। এক্ষেত্রে হাসপাতালের অন্যান্য সমস্যা সমাধানে প্রদক্ষেপ নেওয়া হয়েছে।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ঢাকার বাইরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে সব ধরনের অপারেশন হয়। এখানে দীর্ঘদিন চিকিৎসক, জনবল, আইসিইউ, সিসিইউ সংকট রয়েছে। চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ে রুপান্তর হলে সেখানে প্রত্যেক বিভাগ থাকবে, সব ধরনের রোগীরা সেবা পাবেন।
এর আগে শাহ আলম বীর উত্তম মিলনায়তনে এক মতবিনিময় সভায় মিলিত হন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। মতবিনিময় সভায় হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহসেন উদ্দিন আহমদ, চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ সেলিম মোহাম্মদ জাহাঙ্গীরসহ প্রমুখ উপস্থিত ছিলেন। পরে তিনি হাসপাতালের কার্ডিওলজি, অর্থোপেডিক্স,রেডিওথেরাপি ওয়ার্ড পরিদর্শনে যান।