দলের অনেকেই গঠনতন্ত্র মানেন না: নাছির

চট্টগ্রাম, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম | 2023-08-23 04:08:09

দলের অনেকেই সংগঠনের দায়িত্ব ও রূপ ধারণ করলেও সংগঠনের নিয়মনীতি মানেন না বলে বলে ক্ষোভ প্রকাশ করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।

শনিবার (১১ মে) দুপুর দেড়টায় চট্টগ্রামের কাজীর দেউড়ি সংলগ্ন ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে দলের বিশেষ বর্ধিত সভায় তিনি এ ক্ষোভ প্রকাশ করেন।

মেয়র বলেন, ‘এটি আমার মনের, আবেগের, কষ্টের কথা বলতে পারি। অনেকেই সংগঠন করছেন, কিন্তু দলের গঠনতন্ত্র মানার ন্যূনতম মন মানসিকতা তাদের মাঝে নেই। তারা পদ ধারণ করে, পদের সকল সুযোগ-সুবিধা ভোগ করছে। যেখানে যেখানে সুবিধা পাওয়া যায়, তা ভোগ করতে কার্পণ্য করেন না। চট্টগ্রাম শহরে অবস্থান করে তারা ব্যবসায়িক ও ব্যক্তিগত কাজ করলেও সংগঠনের কোনো কর্মকাণ্ডে তারা উপস্থিত হন না। এর চেয়ে দুঃখজনক আর কিছু হতে পারে না।’

তিনি আরও বলেন, ‘তারা মনে করছে, তারা সংগঠনের ঊর্ধ্বে। তাদের হয়তো ঢাকার সঙ্গে কারও সম্পর্ক আছে। এমন মনমানসিকতা দূর করতে হবে।’

নাছির উদ্দিন বলেন, ‘নিষেধাজ্ঞার মাঝেও অনেকেই প্রয়াত মহিউদ্দীন চৌধুরী এবং আমার নামে ব্যানার, ফেস্টুন ছাপিয়ে যাচ্ছে। এরা কারা যারা সংগঠনের গঠনতন্ত্র মানছে না, দলের শৃঙ্খলা নষ্ট করছে। কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে অনুরোধ করব এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। আমি ব্যক্তিগতভাবে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রস্তুত রয়েছি।’

বক্তব্যের মাঝে মেয়র মহানগর আওয়ামী লীগের কমিটিসহ বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিয়নে গতিশীলতা ফিরিয়ে আনতে কেন্দ্রীয় হাইকমাণ্ডের নির্দেশনা চান।

চট্টগ্রাম মহানগর, উত্তর, দক্ষিণ, কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভার আয়োজন করে মহানগর আওয়ামী লীগ। সভায় আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ সভাপতিত্ব করেন। পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী ও দলের সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল শামীম বিভাগীর সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন। এছাড়া অন্যান্যেরর মধ্যে চট্টগ্রামের ১৬টি সংসদের সংসদ সদস্য, দুইটি সংরক্ষিত আসনের সংসদ সদস্যসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা বক্তব্য দেন।

এ সম্পর্কিত আরও খবর