পচা সিরকায় মিষ্টি সংরক্ষণের প্রমাণ পাওয়ায় বনফুলের চার লাখ টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (১১ মে) বিকালে চট্টগ্রামে র্যাব-৭ এর ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা করা হয়।
র্যাব-৭ এর সহকারী পরিচালক মাশকুর রহমান বার্তা২৪.কম-কে বলেন, ‘অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন ও বিক্রয় রোধকল্পে চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় বনফুলকে চার লাখ টাকা জরিমানা করা হয়।’
‘বনফুল মিষ্টি তৈরীর কারখানায় দেখা যায়, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য সংরক্ষণ, বিভিন্ন খাদ্যদ্রব্যে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ উল্লেখ নেই।’
তিনি জানান, মিষ্টি রাখার টবে মরা মাছি, দই তৈরির কম্বল অত্যন্ত নোংরা, ফিনিশিং পণ্য ফ্লোরে প্যাকিং করা, স্টোরেজ ফ্লোর স্যাঁতস্যাঁতে অবস্থায় থাকা ও কর্মরত শ্রমিকরা কোনো ধরণের গ্ল্যাবস পরিধান না করে কাজ করার অপরাধে নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর ৩৩ এবং ৫৮ (৪) ধারা মোতাবেক বনফুল এন্ড কোম্পানিকে জরিমানা করা হয়েছে।