বিশ্ববিদ্যালয়ে সমন্বিত ভর্তি পরীক্ষার নীতিগত সিদ্ধান্ত

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-19 11:42:38

বিশ্ববিদ্যালয় পর্যায়ে সমন্বিত ভর্তি পরীক্ষা চালু করার নীতিগত সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। এই ভর্তি প্রক্রিয়া শীঘ্রই বাস্তবায়ন করা হবে বলেও জানান তিনি।

রোববার (১২ মে) রাজধানীতে ঢাকা বোর্ডের মিলনায়তনে ২০১৯-২০ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অনলাইন ভর্তি কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, ‘একাদশ শ্রেণীর মত বিশ্ববিদ্যালয় পর্যায়ে সমন্বিত ভর্তি পদ্ধতি চালু করার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। খুব শীঘ্রই এর বাস্তবায়ন হবে।’

‘এই বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন একটি প্রস্তাবনা তৈরি করেছে। আমরা এই প্রস্তাবনা নিয়ে বিশ্ববিদ্যালয়গুলোর সাথে বসব।’

তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে আমাদের কোমলমতি শিক্ষার্থীরা হয়রানির শিকার হন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে তাদের সারা দেশে বিভিন্ন জায়গায় যেতে হয়। তাদের আর্থিক ও সময়ের অপচয় হয়।’

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব ড. মো. মাহমুদুল-উল-হক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক ড. সৈয়দ মো. গোলাম ফারুক ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. জিয়াউল হক।

এ সম্পর্কিত আরও খবর