‘ফরহাদ মজহার অপহরণ ঘটনা রহস্যজনক’

, জাতীয়

সেন্ট্রাল ডেস্ক ২ | 2023-08-25 11:47:20

কবি ও প্রাবন্ধিক ফরহাদ মজহারের অপহৃত হওয়ার বিষয়টি রহস্যজনক বলে মন্তব্য করেছেন মানবাধিকার কমিশন চেয়ারম্যান কাজী রিয়াজুল হক। গতকাল রোববার সকালে মানবাধিকার দিবস উপলক্ষে আয়োজিত র‌্যালিতে অংশ নিয়েএ মন্তব্য করেন তিনি। ফরহাদ মজহার অপহরণ নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা ও তিন মাস পর মজহার দম্পতি সংবাদ সম্মেলন করে তদন্ত সংশ্লিষ্টদের বিরুদ্ধে অভিযোগ ও অপহরণ বিষয়ে দেওয়া বক্তব্যের বিষয়ে জানতে চাইলে কাজী রিয়াজুল হক সাংবাদিকদের বলেন, ফরহাদ মজহারের অপহরণ রহস্যজনক। তার কথাবার্তা, আচার-আচরণ রহস্যজনক। তিনি তিন মাস পর এসে হঠাৎ সংবাদ সম্মেলন ডেকে নিজের অবস্থান কেন জানান দিচ্ছেন? কাজী রিয়াজুল হক আরও বলেন, তিনি (ফরহাদ মজহার) যদি অপহƒতই হয়ে থাকবেন তবে তা তিনি আদালতে স্পষ্ট করে বলেননি কেন? আর উদ্ধারের পর তিনি সে রকম অসুস্থ ছিলেন না। তিনি চাইলে তখনই ঘটনা স্পষ্ট করতে পারতেন। তার বিরুদ্ধে মামলা হতে পারে- এমন কথাবার্তা ওঠায় তিনি সংবাদ সম্মেলন ডেকে কথা বলছেন। এটা আরও রহস্যের জন্ম দিয়েছে। গুম-নিখোঁজ সম্পর্কে জানতে চাইলে কাজী রিয়াজুল হক বলেন, যারা গুম কিংবা নিখোঁজ হচ্ছেন, পুলিশের দায়িত্ব তাদের ফিরিয়ে আনা। তারা একা ফিরে এলে পুলিশ তদন্ত করবে। অপহরণ হলেও তদন্ত করবে। তবে পুলিশের দায়িত্ব বেশি। এর আগে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেনে হলেস্টেইন ও জাতিসংঘের আবাসিক সমন্বয়ক মিয়া সেপ্ন।

এ সম্পর্কিত আরও খবর